Street dogs: যেখানে সেখানে নয়, পথ কুকুরদের জন্য খাবার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থার ঘোষণা

Last Updated:

Street dogs: পথ কুকুরদের খাবার খাওয়ান? মেনে চলুন এই নিয়মগুলি। তা না হলে নানারকম অসুবিধার মুখে পড়তে হতে পারে।

+
পথপুকুরদের

পথপুকুরদের খাবার দেওয়া নিয়ে নির্দেশিকা

জলপাইগুড়ি: পথ কুকুরদের খাবার খাওয়ান? মেনে চলুন এই নিয়মগুলি, না হলে নানারকম অসুবিধার মুখে পড়তে হতে পারে। শহরের নানা রাস্তায়, গলির কোনায়, ফুটপাথে বা কোথাও না কোথাও দেখা মিলবেই সেই পথে ঘুরে বেড়ানো কুকুরগুলোকে।
রাস্তায় খাবারের খোঁজে যখন কুকুরগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে তখন কিছু সহৃদয় ব্যক্তি তাদের পেট ভরানোর জন্য এগিয়ে আসে ঠিকই, কিন্তু অনেক সময়ই এটি হয়ে ওঠে সমস্যার কারণ। পথ কুকুরদের খাবারের স্থান এবং সময় নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। এবার এই বিষয়ে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি হল রাজ্যের নগরোন্নয়ন দফতরের তরফে।
advertisement
advertisement
প্রশাসনের তরফে পথ কুকুরদের সুরক্ষা এবং সুস্থতা বজায় রাখার প্রয়াস নেওয়ায় খুশি পরিবেশপ্রেমীরা। এই নতুন নির্দেশিকা অনুসারে, কুকুরদের খাবার দেওয়ার জন্য শহরের সমস্ত পুরসভা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করবে, এবং এই জায়গাগুলো এমন স্থান হতে হবে যেখানে শিশুদের খেলার ক্ষেত্র নেই। এটি কেবল কুকুরদের জন্য নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে— সকাল ৭টার আগে এবং সন্ধ্যে ৭টার পর, আর এই সময় মাত্র দুটি ঘণ্টা থাকবে। এমনকি যারা খাবার দেবেন, তাদের ওই জায়গাটি পরিষ্কার করে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার তরফে জানা গিয়েছে নির্দেশিকা লাগু করতে দ্রুত কর্মীদের নিয়ে বৈঠক করা হবে।  সঠিক সময় বেঁধে দেওয়ার পাশাপাশি যারা এই খাবার দেবেন তাদের কোনও ভাবে বাধা দেওয়া যাবে না বা হেনস্থা করা যাবে না, এটাই নিশ্চিত করা হয়েছে।
advertisement
অর্থাৎ, তাদের এই কাজের জন্য সামাজিক নিরাপত্তা থাকবে, যাতে তাদের সহযোগিতা করা যেতে পারে সহজেই। এবার থেকে রাস্তায় পথ কুকুরদের জন্য যেন এক নতুন জীবন শুরু হয়, সেজন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের সুরক্ষা এবং সুস্থতা থাকবে, আর সেই সঙ্গে আমরাও একটি মানবিক দায়িত্ব পালন করব।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Street dogs: যেখানে সেখানে নয়, পথ কুকুরদের জন্য খাবার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থার ঘোষণা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement