‘পাহাড়ের নেতা বিমল গুরুংই, তামাং পিছন থেকে ছুরি মেরেছেন’: দিলীপ ঘোষ
Last Updated:
‘পাহাড়ের নেতা বিমল গুরুংই, তামাং পিছন থেকে ছুরি মেরেছেন’: দিলীপ ঘোষ
#দার্জিলিং: পাহাড়ের নেতা বিমল গুরুংই। বিনয় তামাং পিছন থেকে আন্দোলনকে ছুরি মেরেছেন। পাহাড় সফরে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে তাঁর দাবি, পাহাড়ে শান্তি ফেরাতে তিনিই উদ্যোগ নিয়েছেন।
ফের গুরুঙের পাশে দিলীপ ঘোষ ৷ গুরুংকে পাহাড়ের নেতা বলে সম্বোধন করেন তিনি ৷ এদিন নিউ জলপাইগুড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পাহাড়ের নেতা বিমল গুরুংই ৷ বিনয় তামাং পাহাড়ের নেতা নন ৷ উনি পিছন থেকে আন্দোলনকে ছুরি মেরেছেন ৷ ওনার সঙ্গে পাহাড়ের লোকজন নেই ৷’
শুধু তামাং নয় রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও দিলীপ ঘোষ অভিযোগ করেন ৷ তিনি বলেন, ‘পাহাড় নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান স্পষ্ট করুন ৷’
advertisement
advertisement
বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন মোর্চা নেতা অনীত থাপা। পাহাড়ের আন্দোলনে কী ভূমিকা রয়েছে দিলীপ ঘোষের? প্রশ্ন তোলেন অনীত।
অন্যদিকে, দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ঘাসফুল শিবিরে ৷ ‘উস্কানিমূলক রাজনীতি করছে বিজেপি।’ কটাক্ষ তৃণমূল নেতা গৌতম দেবের ।
এদিকে দিলীপ ঘোষের এই সফরের বিরুদ্ধে সোচ্চার পাহাড়ের দলগুলি। দিলীপের বিরুদ্ধে কালিম্পঙে পোস্টার দিয়েছে জন আন্দোলন পার্টি। এদিন তাঁকে কালো পতাকা দেখাবে জিএনএলএফ।
advertisement
এই ঘটনায় উদাসীন দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘পাহাড়ে এখন বন্্ধ প্রত্যাহার হয়েছে ৷ আলোচনার পরিবেশ তৈরি হয়েছে ৷ যারা পাহাড়ে অশান্তি ছড়িয়েছিল ৷ তারাই আমার সফরে অশান্তির আশঙ্কা করছে ৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2017 2:32 PM IST