পুলিশ গুলি না চালালে কে চালাল ? ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করাক সরকার: দিলীপ ঘোষ

Last Updated:
#মালদহ: শিক্ষক নিয়োগ নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে ইসলামপুর ৷ রবিবারও থমথম দাড়িভিটে ৷ শনিবার দাড়িভিটে গ্রামেই নিহত দুই যুবক রাজেশ সরকার এবং তাপস বর্মণের দেহ সমাধিস্থ করা হয়েছে ৷ দুই পরিবারেরই দাবি ছিল একটাই ৷ তাদের ছেলের মৃত্যুর সিবিআই তদন্ত করা হোক ৷ দুই ছাত্রের পরিবারের পাশাপাশি ইসলামপুরের ছাত্র খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
মালদহের সাংবাদিক বৈঠকে দিলীপ বলেন, ‘ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করাক সরকার ৷ পুলিশ গুলি না চালালে কে চালাল? বনধ ডাকা ছাড়া উপায় ছিল না ৷ মানুষই বনধ সফল করবে ৷ আমরাও রাস্তায় নামব ৷ সরকারের ব্যর্থতা ও ভুলনীতি ৷ সেকারণেই রাজ্যে আগুন জ্বলছে ৷’
শনিবার মিলান থেকে মমতা ইসলামপুরের দুই ছাত্রের মৃত্যুর প্রসঙ্গে বলেন, দুই ছাত্রের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি ৷ আরএসএস এবং বিজেপি রয়েছে এই ছাত্র খুনের পিছনে ৷ একইসঙ্গে তিনি আরও প্রশ্ন তুলেছেন, ছাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন ছাত্ররা মাথা গলাবে ? মিলানে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই নড়েচড়ে বসেছে বিরোধীরা ৷ দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো রায় দিয়েই দিয়েছেন ৷ তাহলে তদন্তের আর কি বাকি রইল ? সেই কারণেই আমরা সিবিআই তদন্ত চাইছি ৷’
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুলিশ গুলি না চালালে কে চালাল ? ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করাক সরকার: দিলীপ ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement