পুলিশ গুলি না চালালে কে চালাল ? ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করাক সরকার: দিলীপ ঘোষ
Last Updated:
#মালদহ: শিক্ষক নিয়োগ নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে ইসলামপুর ৷ রবিবারও থমথম দাড়িভিটে ৷ শনিবার দাড়িভিটে গ্রামেই নিহত দুই যুবক রাজেশ সরকার এবং তাপস বর্মণের দেহ সমাধিস্থ করা হয়েছে ৷ দুই পরিবারেরই দাবি ছিল একটাই ৷ তাদের ছেলের মৃত্যুর সিবিআই তদন্ত করা হোক ৷ দুই ছাত্রের পরিবারের পাশাপাশি ইসলামপুরের ছাত্র খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
মালদহের সাংবাদিক বৈঠকে দিলীপ বলেন, ‘ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করাক সরকার ৷ পুলিশ গুলি না চালালে কে চালাল? বনধ ডাকা ছাড়া উপায় ছিল না ৷ মানুষই বনধ সফল করবে ৷ আমরাও রাস্তায় নামব ৷ সরকারের ব্যর্থতা ও ভুলনীতি ৷ সেকারণেই রাজ্যে আগুন জ্বলছে ৷’
শনিবার মিলান থেকে মমতা ইসলামপুরের দুই ছাত্রের মৃত্যুর প্রসঙ্গে বলেন, দুই ছাত্রের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি ৷ আরএসএস এবং বিজেপি রয়েছে এই ছাত্র খুনের পিছনে ৷ একইসঙ্গে তিনি আরও প্রশ্ন তুলেছেন, ছাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন ছাত্ররা মাথা গলাবে ? মিলানে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই নড়েচড়ে বসেছে বিরোধীরা ৷ দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো রায় দিয়েই দিয়েছেন ৷ তাহলে তদন্তের আর কি বাকি রইল ? সেই কারণেই আমরা সিবিআই তদন্ত চাইছি ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2018 3:49 PM IST