Alipurduar News: ঘরের জরাজীর্ণ পরিস্থিতি! পথ কুকুরদের সঙ্গেই দিন কাটাচ্ছেন এই মহিলা

Last Updated:

মাটির মেঝে, ত্রিপল দিয়ে ঘেরা ঘর আর এই ঘরেই বোন ও ভাইকে নিয়ে গত প্রায় ১৫ বছর ধরে থাকছেন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের উত্তর ফরোয়ার্ড নগরের বাসিন্দা তাপসী দত্ত।

+
ভাঙা

ভাঙা ঘরে তাপসী দত্ত

আলিপুরদুয়ার: মাটির মেঝে। ত্রিপল দিয়ে ঘেরা ঘর। এই ঘরেই বোন ও ভাইকে নিয়ে গত প্রায় ১৫ বছর ধরে থাকছেন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের উত্তর ফরোয়ার্ড নগরের বাসিন্দা তাপসী দত্ত।
শুধু বোন ও ভাই নয়, প্রায় দশটি পথ কুকুরের আস্তানাও তাপসী দত্তের এই জরাজীর্ণ ঘর। একে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। রেশনে পাওয়া চালটুকুও কুকুরগুলো খেয়ে নেয় বলে অভিযোগ।
মাঝে মধ্যে এলাকাবাসীদের দেওয়া খাবারেই দিন চলছে তাপসী ও তার পরিবারের। এ ছাড়া ঘরের এরূপ বেহাল অবস্থা যে ঘুমোনোরও উপায় নেই। তাপসীর কথায়, “ঘরের মেঝেরও বেহাল অবস্থা। ঘরে দরজা না থাকায় পথকুকুরও ঘরেই থাকে। কোনও মতে দুই বোন রাত কাটিয়ে দিই। আর ভাই অন্যত্র যায় ঘুমাতে।”
advertisement
advertisement
তাপসী আরও জানান, তাঁরা তিনজনই অসুস্থ। এই অবস্থায় সরকারি লক্ষীভান্ডারের যে ভাতাটুকুও পান সেটাও ওষুধ কিনতে চলে যায়। কোনও মাসে সেটাও হয় না। তাঁর ভাই দিনমজুরির কাজ করে বেশিরভাগ দিনই কাজ পান না। আর দুই বোন ভিক্ষা করে কোনও মতে অন্ন জোগাড় করেন। এই পরিবারটিকে যাতে অনাহারে মরতে না হয় সেই আর্জি প্রশাসনের কাছে জানিয়েছেন এলাকাবাসীরাও।
advertisement
অনন্যা দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ঘরের জরাজীর্ণ পরিস্থিতি! পথ কুকুরদের সঙ্গেই দিন কাটাচ্ছেন এই মহিলা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement