Dhupguri ByPoll: ভোটের আগে চলছিল নাকা চেকিং, ধূপগুড়িতে গাড়ির ভিতরে যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dhupguri ByPoll: সামনেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। তাই বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং।
রকি চৌধূরী, ধূপগুড়ি: ভোটের আগে উদ্ধার সাড়ে তেরো লক্ষ টাকা, আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অসমের ৬ বাসিন্দাকে। ধূপগুড়ি শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে বিহারগামী একটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা।
সামনেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। তাই বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। শালবাড়ি এলাকাতেও পুলিশ চেক পোস্টে চলছিল নাকা চেকিং। এই সময় পুলিশের নজরে আসে টাকা গুলি। সঙ্গেসঙ্গে বিষয়টি পুলিশের তরফে জানানো হয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিমকে।
advertisement
আরও পড়ুন: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী সুজিত বসুকে তলব, নোটিস পাঠাল সিবিআই! তুমুল শোরগোল
advertisement
এরপর তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা। সমস্ত নোট ৫০০ টাকায় রয়েছে বলেই জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলেই অসমের বরপেটার বাসিন্দা।
যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, তারা দাবি করেন সকলেই দুধের ব্যাবসা করেন। মহিষ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। যদিও তদন্তকারীদের দাবি এখনও পর্যন্ত টাকার বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাই বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৩ লক্ষ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 11:06 AM IST