Dhupguri ByPoll: ভোটের আগে চলছিল নাকা চেকিং, ধূপগুড়িতে গাড়ির ভিতরে যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Dhupguri ByPoll: সামনেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। তাই বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
রকি চৌধূরী, ধূপগুড়ি: ভোটের আগে উদ্ধার সাড়ে তেরো লক্ষ টাকা, আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অসমের ৬ বাসিন্দাকে। ধূপগুড়ি শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে বিহারগামী একটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা।
সামনেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। তাই বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। শালবাড়ি এলাকাতেও পুলিশ চেক পোস্টে চলছিল নাকা চেকিং। এই সময় পুলিশের নজরে আসে টাকা গুলি। সঙ্গেসঙ্গে বিষয়টি পুলিশের তরফে জানানো হয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিমকে।
advertisement
advertisement
এরপর তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা। সমস্ত নোট ৫০০ টাকায় রয়েছে বলেই জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলেই অসমের বরপেটার বাসিন্দা।
যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, তারা দাবি করেন সকলেই দুধের ব্যাবসা করেন। মহিষ কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। যদিও তদন্তকারীদের দাবি এখনও পর্যন্ত টাকার বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাই বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৩ লক্ষ টাকা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri ByPoll: ভোটের আগে চলছিল নাকা চেকিং, ধূপগুড়িতে গাড়ির ভিতরে যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement