Dhupguri By Election: ধূপগুড়িতে বিজেপিকে ‘কুপোকাত’ করে তৃণমূলের বাজিমাতের নায়ক অভিষেক, এমনটাই মানছে গেরুয়া শিবিরের একাংশ

Last Updated:

ধূপগুড়িকে মহকুমা করার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় কঠিন চ্যালেঞ্জের মুখে বঙ্গ পদ্ম শিবির। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হঠাৎই জয়ের 'নায়ক' বলছে গেরুয়া শিবিরের একাংশ?

ধূপগুড়িতে বিজেপিকে ‘কুপোকাত’ করে তৃণমূলের বাজিমাতের নায়ক অভিষেক, এমনটাই মানছে গেরুয়া শিবিরের একাংশ
ধূপগুড়িতে বিজেপিকে ‘কুপোকাত’ করে তৃণমূলের বাজিমাতের নায়ক অভিষেক, এমনটাই মানছে গেরুয়া শিবিরের একাংশ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ডিসেম্বরেই মহকুমায় পরিণত হবে ধূপগুড়ি। উপ নির্বাচনের প্রচার গিয়ে ধূপগুড়ির মাটিতে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিল বিজেপি। বিজেপি শিবিরের অভিযোগ ছিল,’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিষেক।’ আর এবার অভিষেকের সেই ঘোষণার ফলেই বিজেপিকে কুপোকাত করে বাজিমাত করল তৃণমূল। এমনটাই মনে করছেন খোদ বিজেপি নেতাদের অনেকেই।
বঙ্গ বিজেপি নেতারা সবসময়ই অভিষেককেই নিজেদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে রাখেন। ধূপগুড়ির ফলাফল সামনে আসতে সেই অভিষেককেই প্রকাশ্যে না বললেও আড়ালে এবার তাঁদের প্রার্থীর পরাজয়ের নেপথ্যের অন্যতম জননেতা বলে কার্যত মানছেন বিজেপিরই একটা অংশ। সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীদ্বন্দ্ব তো হারের অন্যতম কারণ হিসেবে রয়েইছে, তবে ধূপগুড়িতে  বিজেপির পরাজয়ের অন্যতম ফ্যাক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা ঘোষণা বলে মনে করছেন গেরুয়া শিবিরের অনেকেই।
advertisement
advertisement
চা বলয়ের মানুষরাও এবার বিজেপির থেকে মুখ ফেরানোয় বিজেপির কপালের দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।  বলা বাহুল্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই মহকুমা করার সিদ্ধান্তের কথা শুক্রবার দিল্লি যাওয়ার আগে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরেই জলপাইগুড়ি জেলায় নতুন মহকুমা। মহকুমা হবে ধূপগুড়ি। শুক্রবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বের হয়। আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।  এরপরেই ধূপগুড়িকে মহকুমা করার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘প্রতিশ্রুতি রেখেই ধূপগুড়িকে মহকুমা করা হবে। প্রশাসনিক কাজের জন্য ২ মাস সময় লাগবে। আগামী ডিসেম্বরেই ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে। ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘ দিনের। ধূপগুড়ি এখন জলপাইগুড়ি সদর মহকুমায়। প্রশাসনিক দফতরগুলি সবই জলপাইগুড়ি শহরে। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি শহরের দূরত্ব ৮০ কিলোমিটার। ধূপগুড়ি মহকুমা হলে প্রশাসনিক দফতর ধূপগুড়িতেই হবে। প্রশাসনিক কাজ বা চিকিৎসার জন্য জলপাইগুড়ি শহরে আর যেতে হবে না। ধূপগুড়ি বিধানসভা এলাকায় ১টি পুরসভা এবং ১৬টি গ্রাম পঞ্চায়েত। ধূপগুড়ি মহকুমা হলে এই সব এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। ধূপগুড়ির বাসিন্দাদের বড় ভরসা গ্রামীণ হাসপাতাল। ধূপগুড়ি মহকুমা হলে গ্রামীণ হাসপাতালও উন্নীত হবে মহকুমা হাসপাতালে।
advertisement
জলপাইগুড়ি জেলায় এখন দু’টি মহকুমা। জলপাইগুড়ি সদর এবং মালবাজার। ডিসেম্বরে যদি ধূপগুড়ি মহাকুমা হ,য় সেই সংখ্যাটা তাহলে বেড়ে তিন হবে। মহকুমা হবে ধূপগুড়ি। আর যদি ধূপগুড়ি শেষমেষ মহকুমা হিসেবে চিহ্নিত হয় সে ক্ষেত্রে এই বিধানসভা কেন্দ্র ২৪-এর লোকসভা নির্বাচনে পুনরুদ্ধার করা বিজেপির কাছে যথেষ্টই চ্যালেঞ্জের হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By Election: ধূপগুড়িতে বিজেপিকে ‘কুপোকাত’ করে তৃণমূলের বাজিমাতের নায়ক অভিষেক, এমনটাই মানছে গেরুয়া শিবিরের একাংশ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement