Dhupguri By-Election: তিনজন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু'টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোটে তৈরি ধুপগুড়ি

Last Updated:

Dhupguri By-Election: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস টি ডি সি আর সি করা হয়েছে। এখান থেকেই ভোটকর্মীরা ই ভি এম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেবেন।

+
ধুপগুড়ি

ধুপগুড়ি উপনির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি

জলপাইগুড়ি: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে ডিসিআরসি করা হয়েছে। এখান থেকেই ভোটকর্মীরা ইভিএম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেবেন। দ্বিতীয় ক্যাম্পাসের পাশেই রয়েছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবন। এখানে স্ট্রং-রুম করা হয়েছে। ইভিএম এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে। এই ভবনেই ভোট গণনা করা হবে।
দ্বিতীয় ক্যাম্পাসের ভেতরেই ফাঁকা মাঠে ভোট কর্মীদের বুথে পৌঁছানোর জন্য যানবাহন রাখার পার্কিং জোন করা হয়েছে। এই বিধানসভায় মোট ২৬০টি বুথ রয়েছে। প্রতি বুথে ৪ জন করে ভোট কর্মী ভোটগ্রহণের কাজে যুক্ত থাকবেন।
advertisement
এই বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার মৌমিতা গোধরা বলেন ,তিন জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু’টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ সবদিক থেকেই প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। আগামিকালের উপ-নির্বাচন সুষ্ঠুভাবেই মিটবে এমনটাই আশা করা যায়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By-Election: তিনজন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু'টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোটে তৈরি ধুপগুড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement