Dhupguri By-Election: তিনজন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু'টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোটে তৈরি ধুপগুড়ি

Last Updated:

Dhupguri By-Election: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস টি ডি সি আর সি করা হয়েছে। এখান থেকেই ভোটকর্মীরা ই ভি এম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেবেন।

+
ধুপগুড়ি

ধুপগুড়ি উপনির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি

জলপাইগুড়ি: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে ডিসিআরসি করা হয়েছে। এখান থেকেই ভোটকর্মীরা ইভিএম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেবেন। দ্বিতীয় ক্যাম্পাসের পাশেই রয়েছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবন। এখানে স্ট্রং-রুম করা হয়েছে। ইভিএম এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে। এই ভবনেই ভোট গণনা করা হবে।
দ্বিতীয় ক্যাম্পাসের ভেতরেই ফাঁকা মাঠে ভোট কর্মীদের বুথে পৌঁছানোর জন্য যানবাহন রাখার পার্কিং জোন করা হয়েছে। এই বিধানসভায় মোট ২৬০টি বুথ রয়েছে। প্রতি বুথে ৪ জন করে ভোট কর্মী ভোটগ্রহণের কাজে যুক্ত থাকবেন।
advertisement
এই বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার মৌমিতা গোধরা বলেন ,তিন জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু’টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ সবদিক থেকেই প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। আগামিকালের উপ-নির্বাচন সুষ্ঠুভাবেই মিটবে এমনটাই আশা করা যায়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By-Election: তিনজন তৃতীয় লিঙ্গের ভোটদাতা, দু'টি মহিলা বুথ, তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোটে তৈরি ধুপগুড়ি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement