Dhupguri By Election: ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে !
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বুথের সামনে রাজ্য পুলিশ কেন? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকলেও কেন ভোটারদের আইডি কার্ড রাজ্য পুলিশ পরীক্ষা করছে? বিজেপি প্রার্থী প্রশ্ন করতেই প্রার্থীকে হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে। বুথের সামনে রাজ্য পুলিশ কেন? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকলেও কেন ভোটারদের আইডি কার্ড রাজ্য পুলিশ পরীক্ষা করছে? বিজেপি প্রার্থী প্রশ্ন করতেই প্রার্থীকে হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগ।
অভিযুক্ত পুলিশ অফিসারকে সরানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপির । রাজ্য বিজেপির দাবি, ‘‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভোটারদের লাইন দেখার দায়িত্ব রাজ্য পুলিশের। কিন্তু বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের পরিচয় পত্র যাচাই করে ভোটারদের বুথে ঢোকানোর কাজ নয় রাজ্য পুলিশের।’’
advertisement
advertisement

বিজেপি প্রার্থী তাপসী রায় এরই প্রতিবাদ করাতে জনৈক অতিরিক্ত পুলিশ সুপার রীতিমত বিজেপি প্রার্থীকে হুমকি দেন বলে অভিযোগ। যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওই পুলিশ অফিসার আঙুল উঁচিয়ে দুর্ব্যবহার করেছেন তা নিয়েও সরব হয়েছে বিজেপি। এই মর্মে নির্বাচন কমিশনের চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করার দাবিও জানাল বঙ্গ পদ্ম শিবির। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণের কারণে মঙ্গলবার উপনির্বাচন হয় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Sep 05, 2023 11:23 PM IST









