Dhupguri By-Election: ধূপগুড়ির উপনির্বাচনে জোর লড়াই, আসন ধরে রাখতে মরিয়া বিজেপি, আশাবাদী তৃণমূল
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dhupguri By-Election: এখানে লড়াইয়ে তিন দলের তিন রায়। কাল, মঙ্গলবার ভোট। ফলপ্রকাশ শুক্রবার।
কলকাতা: রাত পোহালেই ধূপগুড়িতে উপনির্বাচন। শাসক ও বিরোধী উভয়ের কাছেই কার্যত প্রেস্টিজ ফাইট। একদিকে বিজেপি শিবির নিজেদের আসন ধরে রাখতে মরিয়া। অন্য দিকে শাসকদল তৃণমূল বিজেপির থেকে আসন ছিনিয়ে নিতে মরিয়া। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই অবাধ ভোট হলে আশাবাদী ধূপগুড়ির মানুষ তাঁদেরকেই সমর্থন করবে। সাগরদিঘি মডেল কী দেখা যাবে ধূপগুড়িতে? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
এখানে লড়াইয়ে তিন দলের তিন রায়। কাল, মঙ্গলবার ভোট। ফলপ্রকাশ শুক্রবার। মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দক্ষিণবঙ্গের সাগরদিঘি মডেল এবার উত্তরবঙ্গের এই ধূপগুড়িতে! এখানে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। ধূপগুড়িতে লড়াই ত্রিমুখী। তিন ‘রায়’-এ রায় দেবে ধূপগুড়ি। সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সঙ্গে লড়াইয়ে তৃণমূলের নির্মলচন্দ্র রায় এবং বিজেপির তাপসী রায়। শেষ তিন বিধানসভা ভোটে ধূপগুড়ি দেখেছে তিন রাজনৈতিক দলের জয়।
advertisement
advertisement
২০১১ সালে ৪ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয় সিপিআইএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। ২০২১-এ বিজেপি জেতে ৪ হাজার ৩৫৫ ভোটে । ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন, আর ৮ই সেপ্টেম্বর ফল প্রকাশ এই নির্বাচনের।
advertisement
তেইশের পঞ্চায়েত ভোটে ধূপগুড়িতে পদ্মকে টেক্কা দেয় ঘাসফুল। ধূপগুড়ি বিধানসভা এলাকায় পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি। এই পঞ্চায়েত সমিতিতে ২৭টি আসন। তেইশের পঞ্চায়েত ভোটে তৃণমূল ১৯ বিজেপি ৮টিতে জয় পায়। এ বার উপ নির্বাচনে কী হবে? উত্তর জানা যাবে ৮ সেপ্টেম্বর। শুক্রবার। সেদিন গণনা। শাসক দলের বিরুদ্ধে একাধিক নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সামনে এনেছে পদ্ম শিবির। যদিও এসবকে বিশেষ পাত্তা দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে ধূপগুড়ির নির্বাচন রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। গত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে আশানুরূপ ফল করেনি পদ্ম শিবির। এবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 9:42 PM IST