Dhupguri By Election: রাজবংশী ভোটের 'রায়' কি পাবেন নির্মলচন্দ্র? ধূপগুড়িতে কঠিন পরীক্ষা তৃণমূলের

Last Updated:

বিজেপি এই আসন জিতলেও, বিধায়ক সৌমেন রায় যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তারপর ৪ হাজার ৩৫৫ ভোটে হেরে যাওয়া ধূপগুড়িতে তাই নয়া মুখেই জোর দিয়েছে ঘাসফুল শিবির। ২০২১ সালে বিধানসভা আসন হেরে যায় তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরীণ রিপোর্ট ছিল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল শাসকদলের  কর্মীদের। উপনির্বাচনে তাই নতুন মুখে ভরসা করেছে শাসক দল।

ধূপগুড়ি: উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কে না জানে, উত্তরবঙ্গের ৫ জেলায় রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। এছাড়া, আদিবাসী ভোটের উপরেও নির্ভর করে অনেক কিছু৷ তার মধ্যে কালিয়াগঞ্জের ঘটনার পরে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধী দল বিজেপি৷ বিভিন্ন রাজবংশী ইস্যু নিয়েও শাসকদলকে বিঁধতেও ছাড়ছে না তারা৷ ক্রমাগত চাপ বজায় রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এমন পরিস্থিতিতে আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপ নির্বাচন৷
সূত্রের খবর, কালিয়াগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি চায় না তৃণমূল কংগ্রেস। তাই হারানো রাজবংশী ভোট পুনরুদ্ধারে সচেষ্ট জোড়া ফুল শিবির। ২০১৯ সালে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। যদিও ওই একই বছরে তারা লোকসভা ভোটের ফলের প্রেক্ষিতে পিছিয়ে ছিল কালিয়াগঞ্জ আসনে।
আরও পড়ুন: মাসে মাসে ১ হাজার টাকা পাবেন রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক, কী ভাবে আবেদন? নিয়মই বা কী, জেনে নিন
ধূপগুড়ি উপনির্বাচনেও ফ্যাক্টর সেই রাজবংশী ভোট। তৃণমূল কংগ্রেসের বাজি তাই অরাজনৈতিক রাজবংশী মুখ নির্মল চন্দ্র রায়। উপনির্বাচনের প্রচারে তারা প্রচারের ইস্যু করেছে সেই রাজবংশীদের উন্নয়নকেই। বাম-কংগ্রেস জোট শিবিরও অবশ্য রাজবংশী মুখকেই ভরসা করেছে। বিজেপিও তাই। ২০১৯ সালে কালিয়াগঞ্জ উপনির্বাচন জিতলেও, ২০২১ সালে হেরে যায় তৃণমূল কংগ্রেস। অতিরিক্ত আত্মবিশ্বাস ও রাজবংশী ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়াকেই এর জন্য দায়ী করা হয়েছিল সে সময়।
advertisement
advertisement
বিজেপি এই আসন জিতলেও, বিধায়ক সৌমেন রায় যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তারপর ৪ হাজার ৩৫৫ ভোটে হেরে যাওয়া ধূপগুড়িতে তাই নয়া মুখেই জোর দিয়েছে ঘাসফুল শিবির। ২০২১ সালে বিধানসভা আসন হেরে যায় তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরীণ রিপোর্ট ছিল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল শাসকদলের  কর্মীদের। উপনির্বাচনে তাই নতুন মুখে ভরসা করেছে শাসক দল।
advertisement
আরও পড়ুন: এবার থেকে ৬০ পেরলে সকলেই পাবেন বার্ধক্য ভাতা! আজ থেকে শুরু দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন গ্রহণ
পঞ্চায়েত ভোটের পরে রাজবংশী ভোট তাদের সঙ্গেই আছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তবে স্থানীয় স্তরের ভোট আর বিধানসভা-লোকসভা ভোটের ফারাক অনেক। তাই ধূপগুড়ি উপনির্বাচন থেকে উত্তরের লোকসভা ভোটের প্রচার শুরু করতে চায় শাসকদল। সাম্প্রতিক সময়ে তৃণমূল-বিজেপি উভয়েই রাজবংশী সম্প্রদায় থেকে অনন্ত মহারাজ ও প্রকাশ চিক বরাইককে রাজ্যসভায় পাঠিয়েছে। ধূপগুড়ি উপ নির্বাচন তাই শাসকদলের কাছে রাজবংশী ভোট ফিরে পাওয়ার পরীক্ষা।
advertisement
বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি এগিয়েছিল ৬ হাজার ৯৯৫ টি ভোটে। আলিপুরদুয়ার আসনে বিজেপি এগিয়েছিল ১ লক্ষ ৪৩ হাজার ৯৩২ ভোটে। কোচবিহারে বিজেপি এগিয়ে ৭৬ হাজার ৮৮০ ভোটে। অন্যদিকে, রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে ১ লক্ষ ৬৬ হাজার ৬৪ ভোটে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৮ হাজার ৯২০ ভোটে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই ৫ জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩৬টি। এর মধ্যে সংরক্ষিত আসন ২০টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ১৬ টি আসন। বিজেপির দখলে ২০টি। রাজবংশী অধ্যুষিত বিধানসভার সংখ্যা ৩০৷ মেখলিগঞ্জ, সিতাই, জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল, করণদিঘি, হেমতাবাদ, ইটাহার, কুশমুন্ডি। প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা ভোটে রাজবংশী অধ্যুষিত ১৯ আসন তৃণমূলের দখলে ছিল। তাই লড়াই অতটা সহজ হবে না বুঝেই কোমর বেঁধে নেমেছেন তৃণমূল নেতৃত্ব।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By Election: রাজবংশী ভোটের 'রায়' কি পাবেন নির্মলচন্দ্র? ধূপগুড়িতে কঠিন পরীক্ষা তৃণমূলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement