Dhupguri Assembly By Election: শেষ মুহুর্তেও ধূপগুড়িতে অব্যাহত দলবদলের হিড়িক, সামাল দিতে মাঠে অভিষেক- শুভেন্দু
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dhupguri Assembly By Election: ধূপগুড়িতে, দলের প্রাক্তন বিধায়ক তথা ২০২১ সালের প্রার্থী যোগ দিলেন বিজেপিতে। অভিষেক বন্দোপাধ্যায়ের সভার পরের দিনেই তিনি যোগ দেন বিরোধী শিবিরে।
ধূপগুড়িঃ ধূপগুড়িতে, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ২০২১ সালের প্রার্থী যোগ দিলেন বিজেপিতে। অভিষেক বন্দোপাধ্যায়ের সভার পরের দিনেই তিনি যোগ দেন বিরোধী শিবিরে। আবার অভিষেকের মঞ্চেই যোগ দিয়েছিলেন বিজেপির দাপুটে নেতা দীপেন প্রামাণিক। শনি আর রবিবার দুই দলবদল ঘিরে ভোট প্রচারের শেষ ধাপ জমে উঠেছে ধূপগুড়ি উপনির্বাচনেও।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা বানানোর জন্য সময়সীমা ঘোষণা করার পরেই, স্থানীয়রা উদযাপনে বেরিয়ে এসেছে। অভিষেকের ঘোষণার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ধূপগুড়ি নাগরিক মঞ্চ।
advertisement
ধূপগুড়িতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত ২ বছরে নিষ্ক্রিয়তা নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন করে তিনি বলেন, “ধূপগুড়ির মানুষ একটি মহকুমা চান, কিন্তু নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা বিধানসভায় এই দাবিটি কতবার তুলেছেন? বিজেপি কি বিধানসভায় কোনও প্রশ্ন করেছে? নাকি হাউসে একবারও ধূপগুড়ির নাম নিয়েছে? বিধানসভা বা লোকসভার কথা বাদ দিন, গত দুই বছরে বিজেপির কোনও নেতা কি তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধূপগুড়ি মহকুমা নিয়ে কথা বলেছেন?”। অন্যদিকে, ছুটির দিন রবিবার, সকাল থেকেই শুভেন্দু-সুকান্তের প্রচার চলছে ধূপগুড়িতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 12:28 PM IST