Dengue and Malaria: ডেঙ্গির পাশাপাশি চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও, এই জেলা জুড়ে আক্রান্ত ৫০ জন

Last Updated:

Dengue and Malaria: ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, ইতিমধ্যে জ্বরের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। তার ম্যালেরিয়া রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম।

+
মশা

মশা

আলিপুরদুয়ার : ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে। ইতিমধ্যে জ্বরের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। তার ম্যালেরিয়া রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। বর্তমানে এই ব্লকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৫০ জন।
কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের। বৃষ্টি শুরু হতেই ম্যালেরিয়া মশার উপদ্রব বেড়েছে এই এলাকায়। ম্যালেরিয়াও দেখা যাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। দুদিন আগে জ্বরের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। তার নাম লক্ষীরাম মুর্মু। তিনি যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন।
advertisement
advertisement
শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সম্বলপুর গ্রামের বাসিন্দা লক্ষীরাম বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায়, তাকে ভর্তি করা হয়েছিল গ্রামীণ হাসপাতালে। যদিও তার রক্ত পরীক্ষা হয়েছিল। কিন্তু সেসময় ম্যালেরিয়ার কোন জীবাণু পাওয়া যায়নি। এদিকে জ্বর নিয়েই মৃত্যু হয়েছে ওই কিশোরের। বিষয়টি জেলা স্বাস্থ্য দফতরে জানানো হয়। জেলা ও রাজ্যের টিম রয়েছে এই এলাকায়। বিশেষ করে শামুকতলা এলাকায় চলছে সচেতনতার কাজ।
advertisement
এই বিষয়ে আলিপুরদুয়ার দুই ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্ণব কুমার বিষয়ী জানান, ” মৃত ওই ছেলেটির রক্তের নমুনা ফের নেওয়া হয়েছে। পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যকর্মীদের বলা হয়েছে প্রতিটি বাড়ি যেতে। “
রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ টিম এলাকা পরিদর্শন করছে। জানা গিয়েছে শামুকতলা এলাকার প্রতিটি বাড়ি থেকে সংগ্রহ করা হবে রক্ত।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dengue and Malaria: ডেঙ্গির পাশাপাশি চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও, এই জেলা জুড়ে আক্রান্ত ৫০ জন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement