Deer Meat Cooking: হরিণের মাংস দিয়ে চলছিল পার্টি! শেষ রক্ষা হল না
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Deer Meat Cooking: বেআইনিভাবে হরিণ হত্যা করে তার মাংস দিয়ে পার্টি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা পুর্বচকচকা গ্রামে
আলিপুরদুয়ার: বন্যপ্রাণী হত্যা করা এই দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেই সব আইনকে থোরাই কেয়ার করে বিভিন্ন বন্যপ্রাণী হত্যা করে তাদের মাংস খাওয়ার চল এখনও বহুল মাত্রায় আছে। সেই নজির অনুসরণ করে কুমারগ্রামে হরিণ হত্যা করে তার মাংস দিয়ে চলছিল পার্টি! যদিও শেষ রক্ষা হল না।
বেআইনিভাবে হরিণ হত্যা করে তার মাংস দিয়ে পার্টি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা পুর্বচকচকা এলাকায়। জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের রেঞ্জার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে বারবিশা পূর্ব চকচকা এলাকার একটি বাড়ির রান্নাঘরে অভিযান চালন বনকর্মীরা। ওই বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয় রান্নাকরা হরিণের মাংস।
advertisement
advertisement
এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিক মদন বর্মন সহ প্রেমসাগর রাজভর নামে আরও এক ব্যক্তিকে। ধৃতরা জেরায় দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তারপরই ওই দু’জনকে গ্রেফতার করে বনবিভাগ। উদ্ধার করা হয় রান্না করা হরিণের মাংস। এই ঘটনার সাথে আরও কারা যুক্ত আছে তার খোঁজ চালাচ্ছে বন দফতর।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2024 1:39 PM IST







