জেলের মধ্যেই গলায় ফাঁস দিয়ে চরম পরিণতি আসামির ! নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার ঘটনা ঘটল। নিজের সেলের ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। সুরেশ রায় নামে ওই অভিযুক্ত তাঁর এক আত্মীয়কে খুনের অভিযোগে গত ২৯ জুলাই ফাঁসির সাজা শোনানো হয়।
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার ঘটনা ঘটল। নিজের সেলের ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি।
সুরেশ রায় নামে ওই অভিযুক্ত তাঁর এক আত্মীয়কে খুনের অভিযোগে গত ২৯ জুলাই ফাঁসির সাজা শোনানো হয়। এরপরেই শিলিগুড়ির উদয় কলোনির বাসিন্দা সুরেশ রায় নামে এই যুবক চরম পদক্ষেপ বেছে নেন। গতকাল রাতে নিজের সেলের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
এর কিছুদিন আগে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে একই ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পকসো মামলায় বিচারাধীন অন্য এক আসামি। জেলের মধ্যে এমন একের পর এক ঘটনায় সংশোধনাগারের ভিতরের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 2:02 PM IST