২০০ ফুট নীচের খাঁদে গড়িয়ে গেল গাড়ি! দার্জিলিংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের আহত ৩
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling: পাহাড়ের আঁকাবাঁকা পথে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে পাংখাবাড়ি রাস্তায় একটি ছোট চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর।
দার্জিলিং: পাহাড়ের আঁকাবাঁকা পথে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে পাংখাবাড়ি রাস্তায় একটি ছোট চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁরা দার্জিলিং থেকে শিলিগুড়ির নকশালবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সকাল প্রায় আটটা নাগাদ পাংখাবাড়ি রোডের এক বাঁকে এসে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট নীচে খাঁদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে দার্জিলিং থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজেশ পাশওয়ান এবং সুমিত সিংহের। দু’জনেই নকশালবাড়ির বাসিন্দা। আহত তিনজনের মধ্যে রয়েছেন রাজ দাস, তারক বিশ্বাস, এবং করণ ঠাকুর। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের শরীরে একাধিক আঘাত রয়েছে, তবে আপাতত তাঁরা চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ও নকশালবাড়িতে নেমে আসে শোকের ছায়া। মৃতদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন।
advertisement
পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি প্রায় ২০০ ফুট নীচে গিয়ে পড়ে। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ।
এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, পাহাড়ি এলাকায় নিরাপদ গতি ও রেলিংবিহীন রাস্তার বিপজ্জনক অবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত সুরক্ষা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 18, 2025 5:44 PM IST