Darjeeling News|| পাহাড়ের রাজনীতিতে বড়সড় ধাক্কা! ভাঙছে জিএনএলএফ! দল ছাড়ার হিড়িক অজয় অনুগামীদের

Last Updated:

Darjeeling Political Scenario: পাহাড়ে বড়সড় ভাঙন জিএনএলএফে (Gorkha National Liberation Front)। দলের দার্জিলিংয়ের (Darjeeling) শাখা সভাপতি অজয় এডওয়ার্ড দল ছাড়ার কথা ঘোষণা করার পর থেকে ভাঙন অব্যাহত।

#দার্জিলিং: পাহাড়ে বড়সড় ভাঙন জিএনএলএফে (Gorkha National Liberation Front)। দলের দার্জিলিংয়ের (Darjeeling) শাখা সভাপতি অজয় এডওয়ার্ড দল ছাড়ার কথা ঘোষণা করার পর থেকে ভাঙন অব্যাহত। অজয় অনুগামীরা এক এক করে দল ছাড়ছেন। দার্জিলিংয়ের সাধারণ সম্পাদক সন্দীপ লিম্বু, টাউন কমিটির সভাপতি রবার্ট ছেত্রী, সাধারন সম্পাদক গোপাল পারিয়ার, মুখপাত্র উদীপ মোকতান, বিমল জাহার-সহ বহু নেতা মঙ্গলবার দল ছাড়েন। অজয় এডওয়ার্ড এই মূহূর্তে লাদাখে ছুটিতে রয়েছেন। ৭ সেপ্টেম্বর দার্জিলিং ফিরেই তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন দলের সভাপতি মন ঘিসিংয়ের হাতে।
প্রয়াত সুবাস ঘিসিংয়ের পুত্র মন ও অজয় দুই বন্ধু। কিন্তু সুর কাটে গত বিধানসভা নির্বাচনে দার্জিলিং আসনের টিকিট পাওয়া নিয়ে। অন্যতম দাবীদার ছিলেন অজয় এডওয়ার্ড। কিন্তু নীরজ জিম্বার ওপরই আস্থা রাখেন মন ঘিসিং। প্রার্থীর নাম ঘোষণার পর অজয় অনুগামীরা বিক্ষোভও দেখায়। পরবর্তীতে সাংসদ রাজু বিস্তের মধ্যস্থতায় বিরোধ মিটলেও ক্ষত সারেনি। ক্রমেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অজয়ের। মূলত দলের সভাপতি মন ঘিসিংয়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছন এডওয়ার্ড।
advertisement
দার্জিলিংয়ের মতো প্রভাব অবশ্য পাহাড়ের অন্যত্র এখনও পড়েনি। কার্শিয়ং, মিরিক, কালিম্পংয়ে এখনও অটুটু মন ঘিসিংয়ের দূর্গ। রাজনৈতিক মহলের ধারনা, অজয় পাহাড়ে ফিরলে দল ছাড়ার সংখ্যাটা আরও বাড়বে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত জিএনএলএফ শিবির কোনও প্রতিক্রিয়া জানায়নি।
advertisement
তাহলে এ বারে কোন পথে অজয় এডওয়ার্ড? সূত্রের খবর আলাদা মঞ্চই গড়ছেন অজয়। পাহাড়ের বিভিন্ন ইস্যু নিয়েই পথে নামবেন। তবে বিমল বা অনীত শিবিরের দিকে ঝুঁকছেন না। আলাদা মঞ্চ গড়ে অনীত থাপার নতুন দলকেই সমর্থন জানাতে পারেন এডওয়ার্ডরা। সেক্ষেত্রে পাহাড়ে বিজেপি বিরোধী শিবিরের সংখ্যা বাড়বে। বিনয় তামাং যেখানে স্পষ্ট করে বলেছেন, পৃথক মঞ্চ গড়লেও গুরুংকেই সমর্থন জানাবেন, এবং বিভিন্ন ইস্যুতে এক হয়ে কাজ করবেন। সেক্ষেত্রে অজয় এবং তাঁর অনুগামীরা অনীত শিবিরের পাশে দাঁড়ালে লড়াই জমবে পাহাড়ে।
advertisement
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News|| পাহাড়ের রাজনীতিতে বড়সড় ধাক্কা! ভাঙছে জিএনএলএফ! দল ছাড়ার হিড়িক অজয় অনুগামীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement