পুরনো মেজাজে ফিরছে দার্জিলিঙের কমলালেবু, দাম একটু বেশি হলেও স্বর্গীয় স্বাদে মুগ্ধ সমতল

Last Updated:

দার্জিলিংয়ের কমলালেবুর খ্যাতি বিশ্বজোড়া। যেমন স্বাদ, তেমন তার সুগন্ধ। কিন্তু গত কয়েক বছর ফলন তেমন না হওয়ায় বিশ্বের বাজারে তো বটেই উত্তরবঙ্গের বাইরে চাহিদা মেটাতে পারেনি পাহাড়ি কমলালেবু।

শীতের অলসতা কাটাতে রোদ মাখা দুপুরে দার্জিলিংয়ের ম্যালে বসে আড্ডা। সঙ্গী যদি হয় পাহাড়ি কমলালেবু! কোনও কথা হবে না! হ্যাঁ, এখন পাহাড়ের ছবিটা অনেকটা এমনই। তবে পাহাড়ি কমলালেবুর স্বর্গীয় স্বাদ সমতলবাসীও উপভোগ করছে চুটিয়ে৷
দার্জিলিংয়ের কমলালেবুর খ্যাতি বিশ্বজোড়া। যেমন স্বাদ, তেমন তার সুগন্ধ। কিন্তু গত কয়েক বছর ফলন তেমন না হওয়ায় বিশ্বের বাজারে তো বটেই উত্তরবঙ্গের বাইরে চাহিদা মেটাতে পারেনি পাহাড়ি কমলালেবু। এবারেও বাংলাদেশে চাহিদা থাকলেও রফতানি হয়নি পাহাড়িলেবু। তবে এবারে উত্তরবঙ্গের গণ্ডি কিছুটা হলেও টপকাতে পেরেছে। সাইজের দিক থেকে গত কয়েক বছরকে টেক্কা দিয়েছে দার্জিলিংয়ের লেবু।
advertisement
মাঝে অজানা পোকার থাবায় মাথায় হাত ওঠে কমলালেবু চাষিদের। বছরভর জমি রক্ষণাবেক্ষণের ফল এবারে মিলেছে লেবু চাষিদের। ফলনও কয়েকগুন বেড়েছে। বাঙালির প্রিয় পাহাড়ের লেবুর স্বাদ মেটাতে পেরেছে শৈলশহর। তবে দাম বেশ চড়া। এক ডজন কমলালেবু খোলা বাজারে বিক্রি হচ্ছে  ১৮০ থেকে ২০০ টাকায়। অর্থাৎকিনা প্রতি পিস লেবুর দাম ১৫ থেকে ১৬ টাকা।
advertisement
advertisement
হাসি ফুটেছে লেবু চাষিদের মুখে। মরসুমের শেষ বেলায় বাজারে হাজির পাহাড়িলেবু। দামের দিক থেকে সাধ্যের বাইরে গেলেও স্বাদে যে পয়লা নম্বর! যা পঞ্জাবের কিনো বা ভুটানের লেবুকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। চাষিদের কথায়, 'গত ২-৩ বছরের তুলনায় এবারে পাহাড়ের লেবুর সাইজ এবং স্বাদের গুণগত মানে অনেকটাই এগিয়ে। পুরনো মেজাজেই ফিরেছে। তাই চাহিদাও বাড়ছে।'
advertisement
এমন ফলন আগামীবার হলে বিশ্বের বাজারেও রপ্তানী হবে দার্জিলিংয়ের কমলালেবু। একদিকে আন্দোলনের জেরে লাগাতার বনধ, অতিরিক্ত বৃষ্টিপাত, অজানা পোকার আক্রমণের জেরে ফলন প্রায় তলানিতে ঠেকেছিল। উৎপাদন অনেকাংশেই কমে আসছিল। চলতি বছরে কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। দার্জিলিংয়ের টাকভার, সিটং, বিজনবাড়ির লেবুর ফলন এবারে ভালোই হয়েছে। তেমনি বাদামতাম, সিংতামের লেবুর উৎপাদনও বেড়েছে। এইসব এলাকার লেবুই এখন বাজার মাত করছে। আর তাই লাভের মুখ দেখছে নিতু রাই, দেবেন্দ্র মাহাতোরা।
advertisement
রিপোর্টার: পার্থপ্রতিম সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুরনো মেজাজে ফিরছে দার্জিলিঙের কমলালেবু, দাম একটু বেশি হলেও স্বর্গীয় স্বাদে মুগ্ধ সমতল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement