করোনা সতর্কতা ! দার্জিলিংয়ে চালু আরও একটি কোয়ারেন্টাইন সেন্টার !
- Published by:Piya Banerjee
Last Updated:
উত্তরবঙ্গেও একাধিক কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে।
#দার্জিলিং: রাজ্যেও ছড়াচ্ছে করোনার জাল। মোকাবিলায় তৈরী রাজ্য প্রশাসন। প্রতিনিয়ত রাজ্যের করোনা পরিকাঠামো খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে করোনার প্রভাব অনেকটাই কম। তবু আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ প্রশাসন। করোনা মোকাবিলায় সদা প্রস্তুত রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই করোনা পরীক্ষার ল্যাবরোটরির সংখ্যা বাড়ানো হয়েছে। আগে একমাত্র কলকাতায় নাইসেডে পরীক্ষা হত। এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ, মেদিনীপুরেও করোনা নির্নয়ের পরীক্ষা হচ্ছে। রাজ্যে একাধীক কোভিড স্পেশাল হাসপাতালও তৈরী করা হয়েছে।
শিলিগুড়ির মাটিগাড়ায় উত্তরবঙ্গের জন্য কোভিড ১৯ স্পেশাল হাসপাতাল করা হয়েছে। সেখানেই করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা চলছে। পাশাপাশি কোয়ারান্টাইন সেন্টারও চালু করা হয়েছে। উত্তরবঙ্গেও একাধিক কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে। কেননা গতকালই মুখ্যমন্ত্রী রাজ্যে হটস্পট ও ক্লাস্টার জেলার নামের তালিকা ঘোষণা করেছেন। যার মধ্যে রয়েছে দার্জিলিং জেলাও। আর তাই পাহাড়ে একাধীক কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। আজ আরো একটি কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। দার্জিলিংয়ের নিমিকিডারায় টিবি হাসপাতালে আজ থেকে চালু করা হল কোয়ারান্টাইন সেন্টার। এই টিবি হাসপাতালে ২৫ বেডের কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। এই সেন্টারের দায়িত্বে থাকছেন একজন চিকিৎসক এবং ৬ জন নার্স। আজ সেখানে যান গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। তিনি আজ সেন্টারের কাজকর্ম খতিয়ে দেখেন। এই কোয়ারান্টাইন সেন্টারে ১০ টি N 95 মাস্ক এবং ১০টি পিপিই কিটসও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের মংপু, জামুনি, পোখরিবংয়েও কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে। পোখরিবংয়ে চিকিৎসক এবং নার্স দ্রুত পাঠানো হচ্ছে বলে জানান বিনয় তামাং। সবমিলিয়ে করোনা মোকাবিলায় তৈরী পাহাড়ও। কেননা কালিম্পং জেলাতেও একাধীক কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে। সমতলের শিলিগুড়িতেও একাধীক কোয়ারান্টাইন এবং আইশোলেশন সেন্টার চালু করা হয়েছে।
advertisement
PARTHA PRATIM SARKAR
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2020 8:53 PM IST