Darjeeling News: বিলুপ্তপ্রায় প্রাণীদের কঙ্কাল সংরক্ষণ করে গবেষণা! বিরাট ব্যবস্থা এই চিড়িয়াখানায়

Last Updated:

বিলুপ্তপ্রায় প্রাণীদের কঙ্কাল সংরক্ষণ করে নতুন করে নজির গড়লো দার্জিলিং এর পদ্মঝা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, এই স্কেলিটন মিউজিয়াম আগামী দিনে গবেষণায় নতুন পথ দেখাবে 

+
দার্জিলিং

দার্জিলিং চিড়িয়াখানা, স্কেলিটন মিউজিয়াম

দার্জিলিং: এডুকেশনাল টুরিজ়ম বিকাশে বড় উদ্যোগ নিল বিশ্বসেরা দার্জিলিংয়ের পদ্মঝা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। উত্তরের পর্যটন এবং শিক্ষাক্ষেত্রকে এক জায়গায় করে আগামী দিনে গবেষণায় নতুন পথ দেখাতে দার্জিলিং চিড়িয়াখানায় চালু হয়েছে ‘স্কেলিটন মিউজিয়াম’।
রাজ্যে এই ধরনের মিউজিয়ামে দ্বিতীয় হল শৈলশহরের পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী ওই মিউজিয়াম উদ্বোধন করেন। এর ফলে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ বাড়বে,অন্যদিকে পড়ুয়া ও গবেষকরা নানা ক্ষেত্রে উপকৃত হবে।
রাজ্যে একমাত্র কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে স্কেলিটন মিউজিয়াম রয়েছে এবার এবার কলকাতাকে টেক্কা দিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় দ্বিতীয় মিউজিয়াম হল।
advertisement
advertisement
সেখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর কঙ্কাল রাখা হয়েছে। এতদিন চিড়িয়াখানার একটি মিউজিয়ামে একসঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, কীটপতঙ্গের পাশাপাশি পশুদের কঙ্কাল রাখা হত।
এবার বিলুপ্তপ্রায় প্রাণীদের কঙ্কাল সংরক্ষণের জন্য পৃথক মিউজিয়াম তৈরি হল। এই প্রসঙ্গে চিড়িয়াখানার ডিরেকটর বাসবরাজ হোলাইচি বলেন আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে এবং গবেষণায় নতুন পথ দেখাবে এই স্কেলেটন মিউজিয়াম।
advertisement
বর্তমানে মিউজিয়ামে বিলুপ্তপ্রায় মোট ১৫টি প্রজাতির প্রাণীর কঙ্কাল সংরক্ষণ করে রাখা রয়েছে। যার মধ্যে রয়েছে, রেড পান্ডা, তুষার চিতা, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ইন্ডিয়ান রক পাইথন, ব্লু শিপ-সহ অন্য পশুর কঙ্কাল।
গবেষণায় ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনায়াসেই মিউজিয়ামে এসে তাদের গবেষণার কাজ করতে পারবে।
হিমালয়ান প্রাণী সম্পর্কে গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্যে দার্জিলিংয়ের বার্চ হিল পাড়ায় চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। দেশের একমাত্র বিশেষ চিড়িয়াখানা যা রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে, সাইবেরিয়ান টাইগার-সহ পূর্ব হিমালয়ের অন্যান্য বিপন্ন প্রাণী প্রজাতির সংরক্ষণ প্রজনন কর্মসূচিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
advertisement
সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উপরে অবস্থিত দার্জিলিংয়ের পদ্মঝা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানাগুলির মধ্যে একটি।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: বিলুপ্তপ্রায় প্রাণীদের কঙ্কাল সংরক্ষণ করে গবেষণা! বিরাট ব্যবস্থা এই চিড়িয়াখানায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement