Darjeeling Fire: ফিরল হলং বাংলোর স্মৃতি, দার্জিলিঙে দাউদাউ করে জ্বলল বন দফতরের কাঠের কোয়ার্টার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
দার্জিলিঙে বন দফতরের আবাসনে আগুন। কাঠের তৈরি আবাসনে দ্রুত আগুন ছড়ায়। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২টি এঞ্জিন।
দার্জিলিং: দার্জিলিঙে বন দফতরের আবাসনে আগুন। কাঠের তৈরি আবাসনে দ্রুত আগুন ছড়ায়। বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২টি এঞ্জিন।
শৈলশহরে বন দফতরের কাঠের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কাঠের তৈরি কোয়ার্টার, ফলে লেলিহান আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, হওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কোয়ার্টার। জানা যায়, বন দফতরের আবাসনে পাঁচটি পরিবার থাকত। তাঁদের অন্যত্র সরানো হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
advertisement
দার্জিলিঙে বন দফতরের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ফিরালো হলং বাংলোর স্মৃতি। গত বছর জুন মাসে আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে আগুন লাগে। আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ধারণা ছিল, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। রাত সওয়া ৯টা নাগাদ আগুন ধরে যায় ঐতিহাসিক ওই বনবাংলোটিতে। কাঠের ঘর অল্প সময়ে দাউদাউ করে জ্বলতে থাকে। বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাঠের তৈরি গোটা বাংলোটিই ভস্মীভূত হয়ে যায়। ১৯৬৭ সালে তৈরি এই বনবাংলোটি রাজ্য বন দফতরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 9:21 AM IST