Crime News: অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ফোনে বাবা-মা-কে যা বলল ছেলে...

Last Updated:

Crime News: মালদহে অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্র। ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন পরিবারকে। নাবালক ছেলের সঙ্গে পরিবারের কথা বলিয়ে 'মুক্তিপণ' দাবি করল দুষ্কৃতিরা। মালদহের কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙা এলাকায় ঘটেছে ঘটেছে ঘটনা।

অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্র
অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্র
মালদহ: মালদহে অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্র। ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন পরিবারকে। নাবালক ছেলের সঙ্গে পরিবারের কথা বলিয়ে ‘মুক্তিপণ’ দাবি করল দুষ্কৃতিরা। মালদহের কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙা এলাকায় ঘটেছে ঘটেছে ঘটনা।
পারিবারিক সম্পত্তি বিবাদের জেরে অপহরণ বলে প্রাথমিক অনুমান পুলিশ ও পরিবারের। ছাত্র অপহরণে আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে অন্যান্য দিনের মতোই ছাগল নিয়ে বাড়ি থেকে বের হয় জালালপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মহম্মদ ইনজামুল হক। তার বয়স ১৪ বছর। কিন্তু, ছাগল চড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর সে আর বাড়ি ফেরেনি। শুক্রবারে দিনরাত তাঁকে খোঁজাখুঁজি করার পর শনিবার দুইজন সন্দেহভাজনের নামে কালিয়াচক থানায় অভিযোগ জানায় নিখোঁজের পরিবার। কিন্তু, রবিবার রাত পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ হওয়া ছেলে।
advertisement
advertisement
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার পর শনিবার অচেনা নম্বর থেকে অপহৃত ছাত্রের বাড়িতে ফোন আসে। ফোনের ওপার থেকে ছেলের কণ্ঠস্বর শোনানো হয় বাবা এনামুল হক এবং মা রুমানা বিবিকে। সেখানে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দিতে বলা হয়। সামান্য কথাবার্তায় ছেলে জানান, কোনও জঙ্গল এলাকায় গোপন ডেরায় তাঁকে আটকে রাখা হয়েছে। এরপরে ফোন কেটে দেওয়া হয়।
advertisement
এদিকে এখনও পর্যন্ত ছেলে উদ্ধার না হওয়ায় অসহায় অবস্থায় রয়েছে নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারে পারিবারিক সম্পত্তির বিবাদ রয়েছে। অপহৃত ছাত্রের বাবার সঙ্গে বিবাদ রয়েছে কাকা ও পিসির। ছাত্র অপহরণের নেপথ্যে তাঁদের হাত থাকতে পারে। এমনই সন্দেহ করে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ছাত্রের বাবা। অবিলম্বে ছেলেকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকজন-সহ প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। নিখোঁজের খোঁজ পাওয়ার চেষ্টা হচ্ছে। কয়েকজনকে জেরাও করা হয়েছে।
advertisement
সেবক দেবশর্মা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ফোনে বাবা-মা-কে যা বলল ছেলে...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement