Crime News: রাতের দূরপাল্লার বাসে এ কী কাণ্ড! মহিলাদের ব‍্যাগ থেকে যা বেরল! চমকে উঠলেন সকলেই

Last Updated:

Crime News: রাতের দূরপাল্লার বাসে একী কাণ্ড! চমকে উঠলেন সকলেই। পুলিশের হাতে গ্রেফতার দুই মহিলা-সহ তিন। রাতের দূরপাল্লার বাসে গোপনে চলছিল মাদকপাচার।

মহিলাদের ব‍্যাগ থেকে যা বেরল!
মহিলাদের ব‍্যাগ থেকে যা বেরল!
সেবক দেবশর্মা, মালদহ: রাতের দূরপাল্লার বাসে একী কাণ্ড! চমকে উঠলেন সকলেই। পুলিশের হাতে গ্রেফতার দুই মহিলা-সহ তিন। রাতের দূরপাল্লার বাসে গোপনে চলছিল মাদকপাচার। মহিলাদের ‘ক্যারিয়ার’ হিসেবে নিয়োগ করে মাদক পাচার। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িগামী বাসে হানা পুলিশের। উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকার ব্রাউন সুগার। মালদহ শহরের রথবাড়ি মোড় এলাকার ঘটনা। উদ্ধার হয়েছে ৭৩২ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে। ধৃতদের মধ্যে রয়েছে এক দম্পতিও। প্রত্যেকেই মালদহের কালিয়াচকের বামনগ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ একাধিক অ্যাকটিভ ঘূর্ণাবর্ত, ফের একবার বৃষ্টির বাড়ার আতঙ্ক বাংলার জেলায়, জেলায়
আজ, বুধবার ধৃতদের তোলা হবে মালদা জেলা আদালতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহরমপুর থেকে শিলিগুড়ি গ্রামে বাসের মাদক পাচার চলছিল। দুই মহিলা ও এক পুরুষ কালিয়াচকের সুজাপুর থেকে বেসরকারি ওই বাসে ওঠে। তারা ডালখোলা যাবে বলে জানিয়েছিল। এরইমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে সক্রিয় হয় পুলিশ। বেসরকারি বাসটি মালদহ শহরের রথবাড়ি মোড়ে এলে ওই বাস ঘিরে ফেলে শুরু হয় পুলিশি তল্লাশি। খবর মতই ধৃতদের হেফাজত থেকে প্যাকেট বন্দী ব্রাউন সুগার উদ্ধার হয় বলে দাবি পুলিশের।এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে সাবিনা খাতুন, শামীমা বিবি এবং জিয়াউল্লাহ হক। এরমধ্যে শামীমা ও জিয়াউল সম্পর্কে স্বামী-স্ত্রী।
advertisement
advertisement
ধৃতরা কোথা থেকে ওই ব্রাউন সুগার পেল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে গভীর রাতে আচমকা পুলিশ গাড়ি ঘিরে ফেলায় কার্যত হতচকিত হয়ে যান ওই বাসের যাত্রীরা। হঠাৎ করে পুলিশি হানায় সকলেই যখন উৎকণ্ঠায় তখন বেশ কয়েকজন মহিলার ল‍্যাগেজপত্র তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময়েই কয়েকটি প্যাকেটে বন্ধ অবস্থায় প্রায় পৌনে এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মাদক পাচারচক্র বেশ কিছুদিন ধরেই রাতের দূরপাল্লার বাসে সক্রিয় হয়েছে বলে খবর আসে। নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এদিন তল্লাশি চালিয়ে সাফল্য মিলেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: রাতের দূরপাল্লার বাসে এ কী কাণ্ড! মহিলাদের ব‍্যাগ থেকে যা বেরল! চমকে উঠলেন সকলেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement