Dhupguri bye election: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির সিপিএম প্রার্থী! ধূপগুড়ির উপনির্বাচনে নতুন অঙ্ক?

Last Updated:

এবার মিতালি রায়কে টিকিট না দিয়ে সেই নির্মলচন্দ্র রায়কেই প্রার্থী করেছে তৃণমূল৷ ফলে ক্ষোভ বেড়েছে প্রাক্তন বিধায়ক মিতালিদেবী এবং তাঁর অনুগামীদের৷

প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের বাড়িতে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়৷
প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের বাড়িতে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়৷
রকি চৌধুরী, ধূপগুড়ি: উপনির্বাচনে দলের হয়ে প্রচারে নামতে দেখা যায়নি এলাকারই প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়কে৷ টিকিট না পেয়ে ক্ষোভের কারণেই তাঁকে প্রচারে দেখা যায়নি বলে সূত্রের খবর৷ এবার তৃণমূলের সেই প্রাক্তন বিধায়কের বাড়িতেই হাজির হলেন সিপিএম প্রার্থী৷ উপনির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল জল্পনা ছড়িয়েছে ধূপগুড়িতে৷
আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন৷ জাতীয় স্তরে জোট হলেও ধূপগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে সিপিএম ও কংগ্রেস৷ ২০২১ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি৷ ফলে ধূপগুড়ি পুনর্দখল করা তৃণমূলের কাছে চ্যালেঞ্জ শাসক দলের কাছে৷ কিন্তু প্রাক্তন বিধায়ক হিসেবে মিতালি রায় প্রচারে না নামায় তা তৃণমূলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল৷ এবার তাঁর বাড়িতে সিপিএম প্রার্থী গিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করায় রাজনৈতিক মহলে আরও জল্পনা ছড়িয়েছে৷
advertisement
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে প্রাক্তন বিধায়ক মিতালি রায়কেই ফের প্রার্থী করেছিল তৃণমূল৷ তাঁর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন দলেরই নেতা নির্মলচন্দ্র রায়৷ এবার মিতালি রায়কে টিকিট না দিয়ে সেই নির্মলচন্দ্র রায়কেই প্রার্থী করেছে তৃণমূল৷ ফলে ক্ষোভ বেড়েছে প্রাক্তন বিধায়ক মিতালিদেবী এবং তাঁর অনুগামীদের৷ যার প্রভাব পড়তে পারে ভোটের ফলেও৷ মিতালির সঙ্গে তৃণমূলের দূরত্বও অনেকটাই বেড়েছে৷ সূত্রের খবর, দলের কর্মসূচিতেও সেভাবে ডাক পান না তিনি৷
advertisement
এই পরিস্থিতিতে সিপিএম প্রার্থী তাঁর বাড়িতে যাওয়ায় মিতালিদেবীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়িয়েছে৷ মিতালিদেবী অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর দাবি, প্রার্থী হিসেবে ঈশ্বরচন্দ্র রায় তাঁর বাড়িতে এসেছিলেন৷ ভোট নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷
সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়েরও দাবি, আর পাঁচজন ভোটারের মতোই তিনি মিতালি রায়ের বাড়িতেও এসেছিলেন৷ ভোটে জয়ের জন্য মিতালিদেবীর কাছে শুভেচ্ছা চান তিনি৷ সিপিএম প্রার্থীর কথায়, ‘ও আমার বোনের মত হতে পারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আমি নির্বাচনে দাঁড়িয়েছি তাই একজন ভোটার হিসেবেই তার বাড়িতে প্রচারে এসেছি।’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri bye election: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির সিপিএম প্রার্থী! ধূপগুড়ির উপনির্বাচনে নতুন অঙ্ক?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement