Cough Syrup Recovered: ট্রাকে তল্লাশিতে করতে গিয়ে চোখ কপালে, ১০০-২০০ নয় ২২ হাজার কাশির সিরাপের বোতল, নেশার উদ্দেশ্যে কোথায় হচ্ছিল পাচার
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
cough syrup: পুলিশের অনুমান, মাদক হিসেবে ব্যবহারের জন্যই ঐ বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল।
মালদহ: মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল ট্রাক ভর্তি কাশির সিরাপ। বৈষ্ণবনগরের ১৬ মাইল এলাকা থেকে ২১ হাজার ৪২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ ভিন্ন রাজ্যের এক বাসিন্দাকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ও কালিয়াচক থানার যৌথ অভিযানে ১২ নম্বর জাতীয় সড়কের ১৬ মাইল এলাকায় মালদাগামী একটি ট্রাক আটক করে। এরপর ওই ট্রাকের মধ্যে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১ হাজার ৪২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাফ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা।
advertisement
advertisement
পুলিশের অনুমান, মাদক হিসেবে ব্যবহারের জন্যই ঐ বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। চোরা বাজারে যেগুলি প্রায় দেড় কোটি টাকায় বিক্রি হতো। ট্রাক ভর্তি মাদক কফ সিরাপ কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
ধৃত ট্রাকচালক অপু দাস ত্রিপুরার ধারমানগর দক্ষিণ জেলার বাসিন্দা। যেকোনও ধরনের তল্লাশিকে ফাঁকি দিতে প্লাস্টিক জার এবং চটের মোড়কে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ কফ সিরাপ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালিয়াচক এসডিপিও ফাইসাল রেজা, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার সহ বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Sebak Deb Sharma
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 11:33 AM IST