সংখ্যা বেড়েই চলেছে, মালদহে গত ৪৮ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ৩১
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মালদহে করোনা আক্রানত্রে সংখ্যা ৯০ এর কাছাকাছি
#মালদহ: মালদহে নতুন করে করোনা আক্রান্ত ৩১। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ। এদের মধ্যে অন্তত কুড়ি জন ইংরেজ বাজারের বিভিন্ন গ্রামীণ এলাকার বাসিন্দা। এছাড়া কালিয়াচক, চাঁচোল, মানিকচক প্রভৃতি ব্লক এলাকাতে ও নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। নতুন করোনা আক্রান্তদের প্রায় প্রত্যেকেই ভিন রাজ্য ফেরত। বেশিরভাগই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অসম,ওড়িশা থেকে মালদহে ফেরেন। বাসে,ট্রাকে ও সাইকেলে চেপে ভিন রাজ্য থেকে মালদহে ফেরেন এঁরা।
অধিকাংশ নতুন আক্রান্তকে ভর্তি করা হলো মালদহের কোভিড হাসপাতালে। এছাড়া নতুন অন্যান্য আক্রান্তদের কালিয়াচক হরিশ্চন্দ্রপুর ও মানিকচকে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরফলে মালদহে করোনা আক্রানত্রে সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ এর কাছাকাছি। প্রশাসন জানিয়েছে গত ৪৮ ঘন্টায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় এক হাজার ছয়শো জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১ জনের রিপোর্ট পজেটিভ।
advertisement
নতুন আক্রান্তদের অনেকেরই জ্বর,সর্দি,কাশির মতো করোনার প্রাথমিক উপসর্গ ছিল না। এরপরেও বাইরের রাজ্য থেকে আসায় তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার ফলেই পজেটিভ রোগী বেশী ধরা পড়ছেন বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও প্রায় তিন হাজার লালারসের নমুনা পরীক্ষা করার কাজ বাকি। ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
advertisement
advertisement
Sebak Deb Sarma
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2020 11:03 PM IST