#শিলিগুড়ি: করোনা নিয়ে সতর্ক উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রেল। এর আগে হেল্পলাইন নম্বরও চালু করেছে রেল। এবারে সচেতনতা প্রচারে বেশী জোর দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন, রেলের কামরা, রেল হাসপাতাল, রেল বিদ্যালয়, রেল কলোনীতে কী করবেন আর কী করবেন না তার প্রচার করা হবে। হিন্দি এবং ইংরেজীর পাশাপাশি আঞ্চলিক ভাষায় প্রচার চলবে।
প্রতিটি স্টেশনে পাবলিক এড্ড্রেস সিস্টেমের মাধ্যমে রেল যাত্রীদের সচেতন করে তোলা হবে নিজস্ব ভাষায়। আর যেসব স্টেশনে টিভি রয়েছে সেখানে বড় পর্দায় সচেতনতার ক্লিপিং দেখানো হবে। আজ একটি প্রেস বিজ্ঞপ্তিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক শুভানন চন্দ জানান, বিভিন্ন রেলের হাসপাতালে ১১২২ বেডের আইশোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে করোনা প্রতিরোধক মাস্ক-সহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম, ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। কেননা প্রতিদিন রেলে দেশী এবং বিদেশী মিলিয়ে এক কোটিরও বেশী যাত্রী যাতায়াত করে। তাই কড়া সতর্কতা জারি করা হয়েছে।
Partha Pratim Sarkar