Coronavirus: মালদহে নতুন কোভিড হাসপাতাল চালু, মিলবে অক্সিজেন থেরাপির সুযোগ

Last Updated:

বুধবার নতুন কোভিড চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম

#মালদহ: মালদহের কালিয়াচকের সুজাপুরে চালু হলো নতুন কোভিড হাসপাতাল। বুধবার নতুন কোভিড চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সুজাপুরে নবনির্মিত মাতৃমা-কেই পরিবর্তন করা হল কোভিড হাসপাতাল হিসেবে। ৪৫ শয্যার এই নতুন চিকিৎসা কেন্দ্রে করোনা আক্রান্তরা চিকিৎসার সুযোগ পাবেন। বিশেষ করে যেসব করোনা আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকবে তাঁদের এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। এজন্য "অক্সিজেন থেরাপি"র বন্দোবস্ত রাখা হয়েছে নতুন এই কোভিড চিকিৎসাকেন্দ্রে।
এখানে চিকিৎসাধীন রোগীরা সবসময় অক্সিজেনের সাপোর্ট পাবেন। একইসঙ্গে শরীরের অক্সিজেনের পরিমাণ সবসময় পর্যবেক্ষণে রাখা যাবে। নতুন এই চিকিৎসাকেন্দ্রে সবসময়ের জন্য চিকিৎসক এবং নার্স ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন। উদ্বোধনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আপাতত মাতৃমা করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ করবে। পরবর্তীতে করোনা পরিস্থিতি মিটলে ফের প্রসূতি মায়েদের চিকিৎসা হবে এখানে।মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দোপাধ্যায় জানান, বর্তমানে মালদহে করোনা চিকিৎসার জন্য প্রায় দুশো নতুন শয্যা বাড়ানো হচ্ছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতাল, সুজাপুর হাসপাতাল, মৌলপুর হাসপাতাল, মিল্কি হাসপাতাল, বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালে করোনার রোগীদের চিকিৎসার কাজ শুরু হয়েছে। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুরে দ্রুত আরো একটি করোনার চিকিৎসা কেন্দ্র চালু করা হবে।
advertisement
advertisement
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক এবং আশপাশের এলাকায় যে সব করোনা আক্রান্তের অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে তাঁদের প্রথমেই আনা হবে সুজাপুরের এই কোভিড হাসপাতালে । তবে বেশি গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা করা হবে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আই সি ইউ বিভাগে । কারন সেখানে পরিষেবার মান আরও উন্নত । চিকিৎসক নার্সিং স্টাফদের পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রযোজনীয় পর্যাপ্ত পরিমান ওষুধও সুজাপুরের নতুন কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coronavirus: মালদহে নতুন কোভিড হাসপাতাল চালু, মিলবে অক্সিজেন থেরাপির সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement