Corona Situation In Siliguri: গত ২৪ ঘন্টায় দার্জিলিং, শিলিগুড়িতে আক্রান্ত ২৫৩ জন, মানুষকে সচেতন করতে রাস্তায় পুলিশ

Last Updated:

Siliguri Corona Updates: আর দিন কয়েক বাদেই শিলিগুড়িতে পুরভোট। পাড়ায় পাড়ায় চলছে প্রচার।

#শিলিগুড়ি: কোভিড গ্রাফ প্রায় অপরিবর্তিত। দার্জিলিংয়ের পাহাড় থেকে সমতলের চার ব্লক এবং শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড মিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে শিলিগুড়ি পুর এলাকাতেই ৯৮ জন। যা ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরকে।
আর দিন কয়েক বাদেই শিলিগুড়িতে পুরভোট। পাড়ায় পাড়ায় চলছে প্রচার। যদিও কোভিড বিধি মানছেন প্রায় প্রতিটি প্রার্থীই। কিন্তু দলীয় কার্যালয়গুলিতে ভিড় যে কমছে না! গত ২৪ ঘন্টায় পাহাড়ী এলাকায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ জন। আর সমতলের চার ব্লক মিলিয়ে আক্রান্ত ১১১ জন। যা যথেষ্টই উদ্বেগের।
আরও পড়ুন- বনমন্ত্রীর আশ্বাসে গরুমারা প্রবেশদ্বারের সামনে অস্থায়ী বনকর্মীদের ধর্মঘট উঠল
আক্রান্তের সংখ্যা বাড়ছে স্বাস্থ্য কর্মীদের মধ্যে। আশার কথা, গত ২৪ ঘন্টায় করোনা জয় করেছেন ৬২ জন। মৃত্যু হয়েছে ২ আক্রান্তের। বাড়ছে গ্রাফ। নিয়ন্ত্রণে শহরের সব বাজার ও মার্কেট সপ্তাহে ১দিন করে পর্যায়ক্রমে বন্ধ রাখা হয়েছে। কিন্তু তবুও হুঁশ ফিরছে না শহরবাসীর একটা বড় অংশের মানুষের মধ্যে।
advertisement
advertisement
যেখানে বার বার করে বলা হচ্ছে মাস্ক মাস্ট। বাড়ি থেকে বেরোলেই নাক ও মুখ ঢাকতে হবে মাস্কে। সেখানে উলটো ছবি। এনজেপি এলাকায় মাস্ক ছাড়া বের হওয়ায় চলে ব্যাপক ধরপাকড়। অন্য প্রান্তেও চলে পুলিশি অভিযান।
আরও পড়ুন- টিকা নিতে নারাজ স্কুল শিক্ষক, বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিলেন গ্রামের মহিলারা
রাতে শিলিগুড়ির রাস্তায় নামেন পুলিশ কমিশনার গৌরব শর্মাও। মহাত্মা গান্ধী মোড় এবং শিলিগুড়ি জংশন এলাকায় অস্থায়ী ক্যাম্প করে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন তিনি। তেনজিং নোরগে বাস টার্মিনাসে ভবঘুরেদের মাস্ক পরিয়ে দেন তিনি। অন্য যাত্রীদের মধ্যেও তা বিলি করেন। সেইসঙ্গে মাস্ক পড়া এবং স্যানিটাইজার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে তোলেন পথচলতি সাধারণ মানুষদের।
advertisement
পুলিশ কমিশনার বলেন, স্বাস্থ্য দপ্তরের কোভিড গাইড মেনে চলতে হবে। নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তা পালন করতে হবে। আইন ভাঙলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেইমতো জংশন এলাকাতেও চলে ব্যপক ধরপাকড়। পুলিশি অভিযান, প্রশাসনের মাইকিংয়ের পরও বেহুঁশ জনতা!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Corona Situation In Siliguri: গত ২৪ ঘন্টায় দার্জিলিং, শিলিগুড়িতে আক্রান্ত ২৫৩ জন, মানুষকে সচেতন করতে রাস্তায় পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement