Coochbehar TMC Leader Murder: বাজার করছিলেন তৃণমূল নেতার ছেলে, হঠাৎ ঘিরে ধরে পর পর মাথায় গুলি! কোচবিহারে হাড় হিম করা ঘটনা

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটে নাগাদ আচমকাই অমর রায়কে ঘিরে ধরে কয়েকজন যুবক৷

কোচবিহারে এই বাজারেই খুন হন যুব তৃণমূল নেতা অমর রায় (ডানদিকে)৷
কোচবিহারে এই বাজারেই খুন হন যুব তৃণমূল নেতা অমর রায় (ডানদিকে)৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: কোচবিহারে বাজারের মধ্যেই পর পর মাথা লক্ষ্য করে গুলি৷ কোচবিহারে খুন যুব তৃণমূল নেতা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের ডোডেয়ারহাটে৷ মৃত ওই তৃণমূল নেতার নাম অমর রায়৷
প্রতি শনিবার এবং মঙ্গলবার ডোডেয়ারহাটে হাট বসে৷ এ দিন বিকেলে সেই হাটেই বাজার করতে এসেছিলেন তৃণমূল নেতা অমর রায়৷ যুব তৃণমূল নেতার সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালকও৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটে নাগাদ আচমকাই অমর রায়কে ঘিরে ধরে কয়েকজন যুবক৷ এর পরই একদম কাছ থেকে যুব তৃণমূল নেতার কানের পাশে পর পর গুলি করে দুষ্কৃতীরা৷ সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা অমর রায়৷ যুব তৃণমূল নেতার গাড়ির চালক আলমগির হোসেনের পা লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা৷
advertisement
advertisement
মোটরসাইকেলে চড়েই দুষ্কৃতীরা এসেছিলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ শ্যুটআউটের পরই ঘটনাস্থল থেকে পালায় তারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে আসেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যও৷
জানা গিয়েছে, মৃত অমর রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে৷ তৃণমূলের যুব নেতা হওয়ার পাশাপাশি তাঁর নিজস্ব ব্যবসাও ছিল৷ ফলে রাজনৈতিক না কি ব্যবসায়িক কারণে তাঁকে খুন হতে হল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷ মৃত তৃণমূল নেতার আহত গাড়ির চালক কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar TMC Leader Murder: বাজার করছিলেন তৃণমূল নেতার ছেলে, হঠাৎ ঘিরে ধরে পর পর মাথায় গুলি! কোচবিহারে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement