Cooch Behar News: কাজ শেষে বাড়ি ফেরাই আর হলনা যুবকের! রাতের পথেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি
- Published by:Debalina Datta
Last Updated:
Cooch Behar News: কাজ শেষে বাড়ি ফেরাই আর হলনা যুবকের! রাতের পথেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি
কোচবিহার: বাইকের পেছনে ট্রাকের ধাক্কা মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কাজ শেষে বাড়ি ফেরাই আর হল না যুবকের। আচমকাই বাইকের পেছনে ধাক্কা মারে দ্রুত গতির এক ট্রাক। ফলে বাইক আরোহী ও বাইকটি কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। আর এই সংঘর্ষের জেরে গুরুতর ভাবে আহত হন ওই বাইক আরোহী যুবক। দর্ঘটনার সময় রাস্তায় কোন মানুষ ছিল না। তাই বেশ অনেকটা সময় রাস্তার ধারে পড়েছিলেন ওই বাইক আরোহী ব্যক্তি। বিষয়টি কিছুক্ষণ পড়ে নজরে আসে এক পথ চলতি ব্যক্তির। তারপর তিনি খবর পাঠান পুন্ডিবাড়ি থানায়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ এই পথ দূর্ঘটনাটি ঘটে। কোচবিহারের সোনারি কাকড়ি বাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় স্থানীয় মানুষেরা ভিড় জমান। দুর্ঘটনার এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুন্ডিবাড়ি থানার ট্রাফিক পুলিশ। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী রানা সাহা নামের ওই ব্যক্তির। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে জানতে পাড়া গিয়েছে। এবং তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলায়। এবং মৃতদেহটি উদ্ধার করে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পুন্ডিবাড়ি থানার ট্রাফিক পুলিশ।”
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে,”ঘাতক ওই ট্রাকটি ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। একটি পথ দুর্ঘটনার মৃত্যুর মামলা রজু করা হয়েছে। এবং ঘাতক ওই ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।” তবে পরিবারের এক তরতাজা যুবকের মৃত্যেতে রীতিমত শোকস্তব্ধ হয়ে রয়েছে রানা সাহার গোটা পরিবার।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2024 10:12 AM IST