Cooch Behar News: স্কুল ছাত্র ভর্তি টোটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! যা ঘটল কোচবিহারে...
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Cooch Behar News: খবর পেয়ে পুলিশ গিয়ে সকলকে দ্রুত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
কোচবিহার: সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলেন ঘুঘুমারি জামতলা এলাকার বাসিন্দারা। স্কুল ছাত্রদের সঙ্গে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এদিন কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল ছাত্ররা টোটো গাড়ি করে যাওয়ার সময় ঘটে এই সড়ক দুর্ঘটনা। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় ৬ জন স্কুল পড়ুয়া। এছাড়াও আহত হন টোটোর চালক। খবর পেয়ে পুলিশ গিয়ে সকলকে দ্রুত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, ঘুঘুমারি জামতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটো গাড়ির। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় টোটো গাড়িটি। সেই সময় সেই টোটো গাড়িতে ছিলেন ছয় জন স্কুল পড়ুয়া ছাত্র। সড়ক দুর্ঘটনার ফলে টোটো গাড়ির চালক সহ গুরুতর আহত হয় সকল ছাত্র। দ্রুত তাঁদের সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক অবস্থায় চালক সহ তিনজন ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদেরকে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
advertisement
হাসপাতাল সূত্রে খবর, ভর্তি থাকা তিনজন ছাত্রের মাথায় গুরুতর আঘাত রয়েছে। ফলে তাঁদেরকে ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা ছাত্রদের নাম লাবু হোসেন, আরমান হক, রেজুয়ান হোসেন। তাঁরা সকলেই বিবেকানন্দ বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র।
advertisement
যদিও দুর্ঘটনাগ্রস্থ সকল ছাত্ররা একই স্কুলের ছাত্র এবং একই ক্লাসে পড়ে। ঘটনার পর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় বাড়তি রোড গার্ড রেল বসানো হয়।
advertisement
— Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 7:06 PM IST