অধীরের নামে বিতর্কিত প্রস্তাব - ভোটের আগেই উত্তেজনা ডোমকলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভাতসালা বাজার এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ টি পোস্টার মারা হয়েছে বিভিন্ন দেওয়ালে।
#ডোমকল: শীতের ঘুম থেকে উঠে ডোমকলবাসীর চোখ পরল দেওয়ালে। দেওয়ালে সাঁটানো পোস্টার। তাতে আঁকা কংগ্রেসের প্রতীক চিহ্নের মাঝে বিজেপির পদ্মফুল। সঙ্গে লেখা, "খবর এটাই তলে তলে অধীর এখন পদ্মের দলে"। বুঝতে অসুবিধা হয়নি ইঙ্গিত এর তীর কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দিকে। আর তাতেই রাজনৈতিক শোরগোল ডোমকলের ভাতসালা বাজার এলাকায়। কংগ্রেস নেতৃত্বের দাবি কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার ছড়াতেই বিরোধীদের বিভ্রান্তিকর এই পোস্টার।
ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ডোমকল ব্লক যুব কংগ্রেসের সভাপতি মিনারুল মন্ডল। তারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।বিধানসভা নির্বাচনের আগে জোট, দল পরিবর্তন সহ নানা জল্পনা মাঝেই কিছু পোস্টার এর চরম সরগরম ডোমকলে। ভাতসালা বাজার এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ টি পোস্টার মারা হয়েছে বিভিন্ন দেওয়ালে। এই পোস্ট টা দেখতে পেয়ে স্থানীয় মানুষজন কংগ্রেস নেতৃত্ব দের খবর দেন। তারপর তারা এসে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন ও ডোমকল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। ভাতশালা এলাকার কংগ্রেস নেতা আব্দুস সালাম বলেন, সকালেই আমি খবর পেয়ে ছুটে আসি। দেখি বিভিন্ন বাজার এলাকায় একাধিক পোস্টার মারা হয়েছে। আমাদের দল নেতার নামে লেখা রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মানুষকে ভুল বোঝানোর জন্য এই কাজ করেছে। পুলিশে আমরা অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে দেখুক। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, লোকসভা ভোটের সময় অধীর চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ তোলা হয়েছিল। সাধারণ মানুষ তার জবাব দিয়েছিল। এবার ভোটে শাসক দলের অবস্থা খারাপ বুঝে এই অপপ্রচার করছে। বিজেপির জেলা সভাপতি গৌরীশংকর ঘোষ বলেন, বিজেপি কে ভয় পেয়ে শাসক তৃণমূল এই নোংরা খেলায় মেতেছে। বিজেপি আসছে জেনেই এই কাজ করছে। তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের বলেন, তৃণমূল এই ধরনের নোংরা খেলার সঙ্গে জড়িত নয়। বিশ্বাসও করে না। পুলিশ তদন্ত করলেই আসল তথ্য উঠে আসবে।
advertisement
Pranab Kumar Banerjee
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2021 11:42 PM IST