North Dinajpur News: জলের দরে সস্তা, বাজারের থেকে দাম অনেক কম! জেলার এই স্টলে ভিড় জমছে ক্রেতাদের, কোথায় জানেন?

Last Updated:

North Dinajpur News: বাজার থেকে কম দামে জিনিস কিনতে এবার থেকে চলে ‌যান সৃষ্টিশ্রী স্টলে। সারা বছর কম দামে মন পছন্দের হরেক রকম জিনিস পেয়ে যাবেন এই সৃষ্টিশ্রী স্টলে।

+
সৃষ্টিশ্রী স্টল

সৃষ্টিশ্রী স্টল

উত্তর দিনাজপুর: বাজার থেকে কম দামে জিনিস কিনতে এবার থেকে চলে ‌যান সৃষ্টিশ্রী স্টলে। সারা বছর কম দামে মন পছন্দের হরেক রকম জিনিস পেয়ে যাবেন এই সৃষ্টিশ্রী স্টলে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়াতে এবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পঞ্চায়েত দফতরে তৈরি হল ‘সৃষ্টিশ্রী’ বিপণী কেন্দ্র ।
এই সৃষ্টিশ্রী-তে পাবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রী । যার মধ্যে থাকছে শাড়ি, ব্যাগ, গয়না, ঘর সাজানোর জিনিস, মাদুর, মুখোশ, ডোকরা, তুলাইপাঞ্জি, কালোনুনিয়া চাল, আচার, গয়না বড়ি, আমসত্ত্ব, ঘি, নাড়ু ,মুয়া নুডলস— এই এসবের পাশাপাশি পাবেন ক্যাকটাস, বিভিন্ন ফুল-ফলের গাছ, অর্কিড, জৈব সার, বাহারি ফুলের টব-সহ বিভিন্ন জিনিস।
advertisement
advertisement
এবার থেকে একই ছাদের তলায় সমস্ত রকম জিনিস একেবারেই কম মূল্যে পাবেন এই সৃষ্টিশ্রী স্টলে। জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আনন্দধারা প্রকল্পের অধীনে বিভিন্ন পঞ্চায়েতে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে, এই স্টলে মিলবে তাদের নির্মিত সামগ্রী ।
advertisement
এদিন হেমতাবাদ বিডিও অফিসে আনুষ্ঠানিক ভাবে এই সৃষ্টিশ্রী স্টলের উদ্বোধন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি প্রজেক্ট ডাইরেক্টর হেমন্ত সেয়া, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভু রায়-সহ অন্যরা। জানা যায়, উত্তর দিনাজপুর জেলায় এটি নিয়ে তৃতীয় স্টল। যেখানে এলাকার মহিলা ও হস্ত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হবে। সেই সঙ্গে গ্রাহকরা বাজার থেকে একেবারেই কম দামে সরকারি জিনিস কিনতে পারবেন এখানে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: জলের দরে সস্তা, বাজারের থেকে দাম অনেক কম! জেলার এই স্টলে ভিড় জমছে ক্রেতাদের, কোথায় জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement