খাতা কলমের দোকানের আড়ালে গোপনে বিক্রি হচ্ছে নেউলের লোম দিয়ে তৈরি দুর্মূল্য তুলি !

Last Updated:
#আলিপুরদুয়ার:  খাতা কলমের দোকানের আড়ালে গোপনে বিক্রি হচ্ছে নেউলের লোম দিয়ে তৈরি দুর্মূল্য তুলি। গোপন সূত্রে খবর পেয়ে, জলপাইগুড়ি শহরের এক দোকানে হানা দিয়ে প্রচুর সংখ্যক তুলি বাজেয়াপ্ত করল গরুমারা বন্যপ্রাণী বিভাগ। সহকারি বনাধিকারিক রাজু সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক এবং এক কর্মীকে আটক করা হয়েছে।
সহকারি বনাধিকারিক জানান, '' নেউল বা মঙ্গুজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সিডিউল ২ তালিকাভুক্ত প্রাণী। বাঘ শিকারের মতোই সমান অপরাধ নেউল শিকার করা। কোথা থেকে এই তুলি আসছে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বন্যপ্রাণী শিকার, পাচার এবং দেহাংশ ব্যবহার রুখতে গোটা দেশ জুড়ে এই অভিযান শুরু হয়েছে।''
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
খাতা কলমের দোকানের আড়ালে গোপনে বিক্রি হচ্ছে নেউলের লোম দিয়ে তৈরি দুর্মূল্য তুলি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement