জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Last Updated:
মমতা বলেন, 'আগে রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল৷ ফাস্ট ট্র্যাক বন্ধ করে দেয় কেন্দ্র৷ রাজ্য ফাস্ট ট্র্যাক কোর্টগুলিকে চালাচ্ছে৷ ৫৫টি কোর্ট রয়েছে মহিলাদের জন্য৷'
#শিলিগুড়ি: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার থেকেই এই সার্কিট বেঞ্চে শুরু হয়ে যাবে বিচার প্রক্রিয়া৷ মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থাকে মসৃণ করতে হবে৷ মানুষকে সঠিক সময়ে বিচার দিতে হবে৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি৷
মমতা বলেন, 'আগে রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল৷ ফাস্ট ট্র্যাক বন্ধ করে দেয় কেন্দ্র৷ রাজ্য ফাস্ট ট্র্যাক কোর্টগুলিকে চালাচ্ছে৷ ৫৫টি কোর্ট রয়েছে মহিলাদের জন্য৷' প্রসঙ্গত, জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ নিয়ে দীর্ঘ দিন ধরেই কেন্দ্র রাজ্য সংঘাত চলছিল৷ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরির দাবি দীর্ঘদিনের।
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এ নিয়ে উদ্যোগী হন। স্থায়ী ভবনের শিলান্যাস করেন। প্রায় সমস্ত রকম সম্মতিও আদায় করেন। কিন্তু, মোদি মন্ত্রিসভার ছাড়পত্র এত দিন মেলেনি। রাজ্য সরকারের অভিযোগ ছিল, প্রায় চার মাস ধরে তারা ঝুলিয়ে রেখেছে। হঠাৎ জলপাইগুড়ির সার্কিট বেঞ্চকে সবুজ সংকেত দিয়ে দেয় নরেন্দ্র মোদির মন্ত্রিসভা।
advertisement
advertisement
জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করতে গিয়ে তড়িঘড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ পশ্চিমবঙ্গ সরকারের দাবি, এত বছরের উদ্যোগে তারা যে সার্কিট বেঞ্চ তৈরি করল, ভোটের মুখে এসে তার উদ্বোধন করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন নরেন্দ্র মোদি। এই মর্মে কেন্দ্রের আইন মন্ত্রককে চিঠিও দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2019 3:20 PM IST