#দার্জিলিং: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের জাতীয় ছুটির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নেতাজির জন্মদিনেও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা বললেন, 'দেশের মাটি সবচেয়ে প্রিয়৷ তুফান এলেও লড়ব৷'
এ দিন নেতাজি জন্মজয়ন্তি পালন করলেন মমতা৷ কেন্দ্রকে একহাত নিয়ে মমতা বললেন, 'প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে৷ রাজ্যের কথা বলার জায়গা নেই৷ দেশের নেতার সেই ভালোবাসা আর নেই৷ গরিবের প্রতি ভালোবাসা থাকতে হয়৷ হিন্দুর নামে হিন্দু ধর্মের বদনাম৷ দেশকে যিনি নেতৃত্ব দেন, তিনিই নেতা৷'
CAA-NRC-র প্রতিবাদে বুধবার ভানুভবন থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তৃণমূলমন্ত্রী। অমিত শাহের CAA চ্যাঞ্জের পালটা জবাবও দেন। কৌশলে বুঝিয়ে দেন, ভোটে না জিতলেও তিনি পাহাড়ের পাশেই থাকছেন। CAA-NRC-NPR-এর বিরোধিতায় বুধবার দার্জিলিং পাহাড়ে মিছিল করেন তৃণমূল নেত্রী। ভানুভবনের সামনে থেকে দার্জিলিং মোটরস্ট্যান্ড পর্যন্ত পাঁচ কিলোমিটারের রাস্তায়, মমতা যত এগিয়েছেন, ততই বেড়েছে ভিড়ের বহর। মিছিল শেষে মোটরস্ট্যান্ডের সভা থেকে গেরুয়া শিবিরকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। ফের দাবি তোলেন CAA প্রত্যাহারের।
রাজনৈতিক মহলের মতে, একুশের বিধানসভা ভোটের আগে, পাহাড়ে রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে নাগরিকত্ব আইন নিয়ে অসন্তোষই হাতিয়ার তৃণমূল নেত্রীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Netaji Birthday, Netaji Subhas Chandra Bose