Tea Workers Protest: বন্ধ চা বাগানের শ্রমিকদের রেশনে পোকা ধরা চাল! তুমুল বিক্ষোভ

Last Updated:

Tea Workers Protest: বন্ধ চা বাগানের শ্রমিকদের অভিযোগ, রেশনে নিম্নমানের খাদ্য সামগ্ৰী প্রদান করা হচ্ছে। ঘটনাটি কালচিনি চা বাগানের

রেশন দোকানের সামনে ভিড় 
রেশন দোকানের সামনে ভিড় 
আলিপুরদুয়ার: একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে ডুয়ার্সে। এই অবস্থায় চা শ্রমিক পরিবারগুলির সম্বল বলতে বরাদ্দর রেশনটুকু। কিন্তু বন্ধ চা বাগানের রেশন নিয়ে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তাই একপ্রকার বাধ্য হয়ে বিক্ষোভ দেখালেন বন্ধ চা বাগানের অসহায় শ্রমিকরা। বন্ধ চা বাগানের শ্রমিকদের অভিযোগ, রেশনে নিম্নমানের খাদ্য সামগ্ৰী প্রদান করা হচ্ছে। ঘটনাটি কালচিনি চা বাগানের।
রেশনে খারাপ পোকাধরা চাল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই চাল পেয়েই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। গোটা ঘটনাটি ঘটে বন্ধ কালচিনি চা বাগানে। খারাপ চাল পেয়ে রেশন দোকানের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান।
advertisement
উল্লেখ্য, কালচিনি চা বাগান গত এক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এদিন শ্রমিকদের ক্ষোভের মুখে পড়ে ডিলার রেশন দোকান বন্ধ করে পালিয়ে যায়। এই বিষয়ে মুখ খুলতে চাননি কালচিনি ব্লকের ফুড অফিসার।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Workers Protest: বন্ধ চা বাগানের শ্রমিকদের রেশনে পোকা ধরা চাল! তুমুল বিক্ষোভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement