পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত চোপড়া, গুলিবিদ্ধ ৬, ধারাল অস্ত্রে আহত আরও ৭

Last Updated:

গুলিবিদ্ধ ৪ কংগ্রেসকর্মীকে ভরতি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷ গুলিবিদ্ধ এক তৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক৷

#চোপড়া: গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া৷ চলল ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি৷ তৃণমূল কংগ্রেসের ২ জন ও কংগ্রেসের ৪ জন কর্মী গুলিবিদ্ধ৷ গুলিবিদ্ধ তৃণমূলকর্মীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
সোমবারেও উত্তেজনা ছিলই৷ সারারাত এলাকা ছিল থমথমে৷ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ৷ ব্যাপক বোমাবাজি ও গুলিতে বারুদের গন্ধ গোটা এলাকায়৷ তৃণমূল ও কংগ্রেসের বেশ কয়েকজন কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত খবর, ৪ জন কংগ্রেস কর্মী ও ২ জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে৷ গুলিবিদ্ধ ৪ কংগ্রেসকর্মীকে ভরতি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷ গুলিবিদ্ধ এক তৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক৷
advertisement
ধারাল অস্ত্রের ঘায়ে জখম হয়েছেন তৃণমূল কংগ্রেসের ৭ জন কর্মী৷ তাঁদের দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে৷ পরিস্থিতি সামলাতে এলাকায় প্রচুর পুলিশ নামানো হয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত চোপড়া, গুলিবিদ্ধ ৬, ধারাল অস্ত্রে আহত আরও ৭
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement