Child Adoption: এক মেয়ে রয়েছে, আরও একটি কন্যা সন্তানের ইচ্ছা, লম্বা অপেক্ষা, ২ বছর অনলাইনে দেখার পর অবশেষে হাতে পেলেন দম্পতি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Child Adoption: অনলাইনেই এতদিন মেয়েকে দেখেছেন বাবা মা! দত্তক নেওয়া কন্যা অবশেষে গেল দম্পতির কাছে
জলপাইগুড়ি: দ্বিতীয় মেয়েকে গত দুই বছর ধরে শুধুমাত্র অনলাইনে ছবির মাধ্যমে দেখেছিলেন আমেরিকা প্রবাসী ভারতীয় দম্পত্তি। কবে তারা সরাসরি তাদের ছোট্ট মেয়েকে কোলে নেবেন। অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার পর সেই কাঙ্খিত মুহূর্তটি এসে পৌঁছেছে।
দিল্লি থেকে নতুন বাবা-মায়ের কোলে চড়ে, ১৬ মাসের ছোট্ট দিয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। জেলা শাসকের অফিসে অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল আনুষ্ঠানিকভাবে দিয়াকে প্রবাসী দম্পত্তির হাতে তুলে দেন।

advertisement
advertisement
দিল্লি থেকে নতুন বাবা-মায়ের কোলে চড়ে, ১৬ মাসের ছোট্ট দিয়া আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল
জলপাইগুড়ি জেলা প্রশাসনের রেসকোর্স পাড়াস্থ সরকারি স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি (জি সা) থেকে কর্মকর্তারা দিয়াকে নিয়ে আসেন জেলা শাসকের অফিসে। পঞ্জাবের আদি বাসিন্দা, বর্তমানে আমেরিকা প্রবাসী এই দম্পত্তি আগেই সেখানে উপস্থিত ছিলেন।এ দম্পত্তি ক্যানসাস শহরে বসবাস করে এবং দুজনেই আইটি সেক্টরে চাকরি করেন। তাদের ৮ বছরের একটি শিশু কন্যা রয়েছে।
advertisement
বেশ কয়েক বছর আগে তারা একটি ভারতীয় শিশুকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ২০২২ সালে সরকারি নিয়ম মেনে শিশু দত্তক নেওয়ার জন্য অনুমোদিত ফরেন অ্যাডপশন এজেন্সি (আফা)-র মাধ্যমে আবেদন করেন। অনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও ২০২৩ সালের মে মাসে ভারতীয় শিশু দত্তকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
advertisement
এর মধ্যেই জলপাইগুড়ি সরকারি সা-তে বড় হয়ে ওঠা দিয়া সম্পর্কে একাধিকবার ছবির মাধ্যমে খুশি হয়েছেন এই দম্পত্তি। অবশেষে, তাদের প্রথমবারের মতো দিয়াকে কাছে পেয়ে সানন্দে তাকে কোলে তুলে নেন প্রবাসী মা, জানিয়েছেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র।
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 5:04 PM IST