SSC Supreme Court Verdict: সুপ্রিম রায়ে চলে গেল চাকরিটা, মাথায় মোটা ঋনের বোঝা, কীভাবে চলবে সংসার? ঘুম উড়ল কেমিস্ট্রি শিক্ষিকার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
SSC Supreme Court Verdict: সুপ্রিম রায়ে এক ঝটকায় চাকরি গেল কেমিস্ট্রি শিক্ষিকার। ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋন নিয়ে বাড়ি করেন। স্বামী,সন্তান,পরিবার সেই সঙ্গে ঋনের বোঝা। শিক্ষিকার দাবি তিনি যোগ্য। কিন্তু বিবেচনা না করে অযোগ্যদের সঙ্গে তাকেও ফেলে দেওয়া হল। এক ঝটকায় চাকরি চলে গেল। এখন কি করবেন। কিভাবে সংসার চলবে ভেবে পাচ্ছেন না কিছুই।
জলপাইগুড়ি : সুপ্রিম রায়ে এক ঝটকায় চাকরি গেল কেমিস্ট্রি শিক্ষিকার।কাল থেকে একাদশ, দ্বাদশ শ্রেনীর ছাত্রদের কেমিস্ট্রি পড়াবেন কে, তার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না জলপাইগুড়ির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফনীন্দ্র দেব বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীরা। সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ শিক্ষিকা নিজেও।
২০১৬ সালে এসএসসি-তে উত্তীর্ণ হয়ে জলপাইগুড়ি ফনীন্দ্র দেব বিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগে চাকরিতে নিয়োগ পত্র পান বর্ধমানের বাসিন্দা তনুশ্রী সূত্রধর। বিয়ে করে জলপাইগুড়িতেই থিতু হন।
advertisement
ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋন নিয়ে বাড়ি করেন। স্বামী,সন্তান,পরিবার সেই সঙ্গে ঋনের বোঝা। শিক্ষিকার দাবি তিনি যোগ্য। কিন্তু বিবেচনা না করে অযোগ্যদের সঙ্গে তাকেও ফেলে দেওয়া হল। এক ঝটকায় চাকরি চলে গেল। এখন কি করবেন। কিভাবে সংসার চলবে ভেবে পাচ্ছেন না কিছুই।
advertisement
শান্তনু কর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 3:10 PM IST