রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর রায়গঞ্জের নার্সিংহোমে

Last Updated:

তাঁদের আত্মীয়দের দাবী, উত্তপ্ত পরিস্থিতি নার্সিংহোমের। আমরা আতঙ্কিত হয়ে অন্যত্র রোগীদের নিয়ে যাচ্ছি।

#রায়গঞ্জ: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোম। ব্যাপক ভাঙচুর চালানো হল রায়গঞ্জ ইন্দিরা কলোনী এলাকার নার্সিংহোমের আসবাবপত্র। উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এদিকে ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে নার্সিংহোম ছেড়ে চলে যাচ্ছেন অন্যান্য রোগীরা। তাঁদের আত্মীয়দের দাবী, উত্তপ্ত পরিস্থিতি নার্সিংহোমের। আমরা আতঙ্কিত হয়ে অন্যত্র রোগীদের নিয়ে যাচ্ছি।
জানা গেছে, শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষনীয়া এলাকার বাসিন্দা প্রতিমা রানি হাঁসদা ভর্তি হন ওই নার্সিংহোমে। রবিবার প্রতিমা দেবী পুত্র সন্তানের জন্মও দেন। প্রতিমা দেবীর পরিবারের অভিযোগ রোগীর সাথে তাদের দেখা করতে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর বিকেলে রোগী মৃত্যুর খবর দেওয়া হয়। এবং তাদের মৃতদেহ হস্তান্তর করে দেওয়া হয়।
এরপরেই এদিন সকালে রোগীর পরিজনেরা নার্সিংহোমে এসে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। এদিকে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে একে একে অন্য রোগীরাও নার্সিংহোম ছেড়ে চলে যান৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর রায়গঞ্জের নার্সিংহোমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement