ক্যামেরার নজরদারিতে নকল হইতে সাবধান!
Last Updated:
পরীক্ষার হলে নকল রুখতে প্রযুক্তির নজরদারিতে বাজিমাত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের।
#মালদহ: পরীক্ষার হলে টোকাটুকি রুখতে সিসিটিভিতে নজরদারি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধীনে থাকা মোট কুড়িটি কলেজে। আজ পরীক্ষা শুরুর আগে নজরদারির কথা আগেভাগেই ঘোষণা করে কর্তৃপক্ষ। কলেজে কলেজে মাইকিং করে সে কথা জানিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও রক্ষা নেই। প্রশ্নপত্র হাতে পেতেই সেই পুরনো ট্র্যাডিশন। ধরাও পড়ে গেল সব হাতেনাতে।
মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই তিন জেলার মোট কুড়িটি কলেজ। সবকটিই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন। ই-টিভি নিউজ বাংলার ক্যামেরা হাজির ছিল মালদহ উইমেন্স কলেজে। অন্যান্য কলেজগুলোর মতো এখানেও পরীক্ষা শুরুর আগে সতর্ক করে দিল কর্তৃপক্ষ। বলে দেওয়া হল প্রত্যেকেই সিসিটিভির ক্যামেরাবন্দি।
পরীক্ষার হলে নকল রুখতে প্রযুক্তির নজরদারিতে বাজিমাত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের।
advertisement
advertisement
-- ৩ জেলার ২০টি কলেজে মোট ২৪৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে
-- প্রতি কলেজে বসানো হয়েছে একটি ওয়েবক্যাম
-- ওয়েবক্যামের মাধ্যমে সিসিটিভির ছবি পৌঁছচ্ছে সেন্ট্রালাইজড সার্ভারে
-- লাইভ ছবি পৌঁছচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল রুমে
-- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক খোদ নজরদারি চালাচ্ছেন
-- ফোনে রীতিমতো বেঞ্চের নম্বর উল্লেখ করে টুকলিবাজদের ধরা হচ্ছে
advertisement
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণটুকলির কথা সবারই জানা। বিভিন্ন সময় নকলের জেরে কলেজে ভাঙচুর, শিক্ষিকাকে হুমকি, বাদ যায়নি কোনও অভিযোগই। গ্রেফতারও হয়েছেন বহু পড়ুয়া। টোকাটুকির সেই ট্র্যাডিশন ভাঙতে এই উদ্যোগ এককথায় নজিরবিহীন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2017 4:47 PM IST