শীতলকুচিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সাংঘাতিক গাড়ি দুর্ঘটনা! শেষরক্ষা হল না... আনন্দানুষ্ঠানে শোকের ছায়া

Last Updated:

শীতলকুচির শীলডাঙ্গায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি উল্টে ৩ জন আহত ও ১ জন মৃত. মৃতের নাম দিয়া তিরকি দাস. আহতরা শিলিগুড়িতে চিকিৎসাধীন. পুলিশ তদন্ত শুরু করেছে.

Representative Image, Photo AI
Representative Image, Photo AI
রাজেশ দাশ, মাথাভাঙা: বিয়ের বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি উল্টে জখম ৩ মৃত ১। শীতলকুচির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে শীতলকুচি থেকে মাথাভাঙা দুই ব্লকের শীলডাঙ্গায় আত্মীয়ের বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন চারজন। সেই বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথেই মাথাভাঙা শীতলকুচি সড়কের শিবপুর চৌপথি এলাকায় গাড়ি উল্টে যায় নয়নজুলিতে। আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে জানায়। মৃতের নাম দিয়া তিরকি দাস। কয়েকমাস আগেই বিয়ে হয় দিয়ার।
advertisement
আহতরা শিলিগুড়িতে চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।
advertisement
গতবছরের শেষের দিকে উত্তরবঙ্গেই এমন এক দুর্ঘটনা ঘটে। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে কাজ করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট গাড়ি। মৃত ১ জন, গুরুতর আহত ৩জন। দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি থেকে ফালাকাটা গামী জাতীয় সড়কে ধূপগুড়ি সিনেমাহল পাড়া এলাকায়। ভোরবেলা জলপাইগুড়ির একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ক্যটারার সংস্থার কর্মীদের নিয়ে একটি বোলোরো গাড়িতে করে ফিরছিলেন সংস্থার কর্ণধার সুব্রত নন্দী নিজে। ঠিক সিনেমা হলপাড়া এলাকায় ভোর চারটে নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এবং গাড়িটি দুমড়া মুচরে যায়। এতটাই ভয়ংকর দুর্ঘটনা ছিল যে গাড়ির অভিমুখ ফালাকাটা থেকে জলপাইগুড়ির দিকে ঘুরে যায়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শীতলকুচিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সাংঘাতিক গাড়ি দুর্ঘটনা! শেষরক্ষা হল না... আনন্দানুষ্ঠানে শোকের ছায়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement