#ডালখোলা: এবার দিনে-দুপুরে শ্যুট আউটের ঘটনা ঘটল ডালখোলায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ভুট্টা ব্যাবসায়ীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাবসায়ীর নাম জাইদুল হক। তাঁর বাড়ি গোয়ালপোখর থানার মালিনগাঁও গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: এবার আরও এক পদক্ষেপ, সঙ্গে তৃণমূল বিধায়ক! অর্জুন সিংকে ঘিরে তুঙ্গে শোরগোল
বাকবিতণ্ডা চলাকালীন আচমকাই জাইদুলকে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জাইদুল। তাঁর সঙ্গে বাইকে থাকা আরেক সঙ্গী কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন। তাঁদের কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় জাইদুলকে প্রথমে ডালখোলা ও পরে রায়গঞ্জের একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: কী কুরুচিকর! তৃণমূলকে বিঁধতে গিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ! তুমুল বিতর্ক
প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যাবসায়ীর তিন সঙ্গীকে আটক করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dalkhola, West Bengal news