South Dinajpur News: ভয়ানক দুর্যোগের পর এবার নতুন ফাঁড়া! উত্তরবঙ্গ যেতে পড়তে হচ্ছে চরম বিপাকে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News: বিভিন্ন কারণ দেখিয়ে হাজার, হাজার টাকা জরিমানা করা হচ্ছে দুই দিনাজপুরের বাস মালিকদের। বাস চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। আর এতেই নাভিশ্বাস উঠেছে বাস মালিকদের।
দক্ষিণ দিনাজপুর : বিহারের উপর দিয়ে যাতায়াত করার সময় খেয়ালখুশি মতোন নেওয়া হচ্ছে জরিমানা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বাস মালিকদের ওপর পার্শ্ববর্তী বিহার রাজ্যের কিশানগঞ্জ পুরসভা এবং ডালখোলার টোল ট্যাক্সের অনিয়ম করে জোরজলুমভাবে টাকা নেওয়া হচ্ছে দীর্ঘদিন যাবৎ। এমনই অভিযোগে এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ দুই জেলার বাস মালিকরা। এদিন বালুরঘাটের বাসস্ট্যান্ডে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে দুই জেলার বাস ওনার্সদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই সমস্যার কথা তুলে ধরেন বাস মালিকরা। সুকান্ত মজুমদার বাস মালিক রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে।
প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি, কোচবিহার গামী কিংবা শিলিগুড়ি থেকে দক্ষিণের দিকে আসার সমস্ত বেসরকারি বাস গুলিকে বিহার রাজ্যের ডালখোলা ও কিষানগঞ্জ পুরসভার মধ্যদিয়ে ২৭ নং জাতীয় সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয়। এই রুটের প্রায় ২০০-এর বেশি বাস রয়েছে। এই রুটে বাসগুলিকে জাতীয় সড়কের উপরে কিষাণগঞ্জ ধরে প্রায় ৬ কিলোমিটার যেতে হয়। অন্যদিকে, বেঙ্গল টু বেঙ্গল রুট দিয়ে যাওয়াও সমস্যা রয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে বাস মালিকদের অভিযোগ, শিলিগুড়ি যেতে হলে বিহার রাজ্যের কিশানগঞ্জ পুরসভার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ছয় কিলোমিটার রাস্তা ব্যবহার করতে হয়। নিয়ম অনুয়ায়ী, এই যাতায়াতের জন্য পারমিট দেওয়ার কোনও ব্যবস্থা নেই। অথচ পারমিশনের কাগজ না থাকার কারণে দশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত ফাইন করছে বিহার প্রশাসন।
advertisement
বিভিন্ন কারণ দেখিয়ে হাজার, হাজার টাকা জরিমানা করা হচ্ছে দুই দিনাজপুরের বাস মালিকদের। বাস চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। আর এতেই নাভিশ্বাস উঠেছে বাস মালিকদের। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধান না হওয়ায় বিপাকে পড়েছেন দুই জেলার বাস মালিকরা।
advertisement
তাঁদের দাবি, এমনিতেই ভাড়া বৃদ্ধি না করার জন্য বহু বাস বন্ধ হয়ে গেছে। তার উপর টোল ট্যাক্স ও বিহার সরকারের জরিমানা। এর একটা স্থায়ী সমাধান দরকার। অবিলম্বে বিহার সরকারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হোক। তা না হলে আগামীতে বাস ধর্মঘটে যেতে বাধ্য হবেন।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 5:53 PM IST