BSF জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় ছড়াল চাঞ্চল্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চোপড়ায় তুলসী বর্ডার আউট পোষ্টে মৃত এক বি এস এফ জওয়ান৷
#চোপড়া: কর্তব্যরত বি এস এফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বড়বিল্লা গ্রামে।মৃত দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।চোপড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, চোপড়া থানার তুলসী বর্ডার আউট পোষ্টে কর্মরত ছিলেন ৫১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান পবন কুমার। রাতে সীমান্ত টহল দেবার সময় সজ্ঞাহীন হয়ে পড়েন। তার সঙ্গীরা সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।পুলিশ খবর পেয়ে হাসপাতাল পৌছায়।বি এস এফের পক্ষ অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,মৃত বি এস এফের নাম পবন কুমার। আজ ভোরে সীমান্তে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয়।হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষনা করা হয়।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা ঋজু করেছে।প্রাথমিক ভাবে মৃত্যুর কোন অসঙ্গতি পাওয়া যায় নি। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত মৃত্যুর কারন জানা যাবে।
advertisement
Uttam Paul
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2020 4:13 PM IST