ধানের জমিতে ওটা কী! কাছে গিয়ে দেখতেই চোখ কপালে স্থানীয়দের!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ধানের জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালদক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চৌমুহনী এলাকায়।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : ধানের জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চৌমুহনী এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম আশিক সরকার (২৪), বাড়ি বালাপুর মৌকুড়ি এলাকায়। এদিন বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ধানের জমির মধ্যে ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। পরিবারের দাবি, আশিককে কে বা কারা অন্য কোথাও খুন করে এই এলাকায় নিয়ে এসে ফেলে রেখে গেছে। পাশাপাশি শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এরপরেই এ নিয়ে তপন থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: জলের তলায় বিঘা বিঘা পাটের জমি! মাথায় হাত না দিয়ে সেরে ফেলুন ছোট্ট এই কাজ
পরিবার সূত্রে জানা যায়, বিগত দু’দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল আশিক। তবে গতকাল রাতে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। এমনকি বাড়ি ফেরার বিষয়ে নিজে ফোনও করেছিল আশিক। কিন্তু হঠাৎ করেই রাত্রি আড়াইটা নাগাদ তাঁর বন্ধু এসে খবর দেয় আশিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের সেখানে যেতে হবে। বিষয়টি বন্ধুর মুখ থেকে শুনেই পরিবারের সদস্যরা রাতেই ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে তপন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আশিকের মৃত্যুর পিছনে কি কোনও পারিবারিক বিবাদ, না কি এটি নিছকই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 3:42 PM IST