#কলকাতা: মুখোমুখি বর্তমান বনাম প্রাক্তন। কয়েক কোটি টাকার বকেয়া আদায় সহ একাাধিক ইস্যুতে পুরমন্ত্রীর ববি হাকিমের সঙ্গে বৈঠকে বসছেন শিলিগুড়ির মেয়র তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।
বুধবার সল্টলেকের নগরোন্নয়ন ভবনে বৈঠক হবে বলে জানা গিয়েছে। বৈঠকে শিলিগুড়ির মেয়র ছাড়াও থাকবেন পুরসভার ১৯ জন বাম কাউন্সিলর। থাকবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের অভিযোগ, রাজ্য সরকার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করছে শিলিগুড়িকে। তাই এবার পুরমন্ত্রীর কাছে তাঁদের দরবার।