পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়িতে হামলা, কালো পতাকা দেখিয়ে চলল গো-ব্যাক স্লোগান

Last Updated:

বিনয়পন্থী ও বিমলপন্থীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা

#দার্জিলিং: দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়িতে হামলার অভিযোগ। বিনয়পন্থী ও বিমলপন্থীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা। রাজু বিস্তকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান। প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল বিজেপির। ধস্তাধস্তি পুলিশের সঙ্গেও।
কালিম্পং এক ব্লকের সিঞ্জিতে একটি স্কুলের অনুষ্ঠানে যাচ্ছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। মন্দিরখোলা এলাকায় বিনয়পন্থীদের বিরুদ্ধে সাংসদের গাড়ি আটকানোর অভিযোগ। রাজু বিস্তকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগান। এরপর বিজেপি ও বিমলপন্থীরা গাড়ি থেকে রাস্তায় নামতেই বিনয়পন্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু।
স্কুলের ওই অনুষ্ঠানে পৌঁছতে পারেননি রাজু বিস্ত। ঘটনাস্থলে কালিম্পং থানা থেকে পুলিশ যায়। কালিম্পং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাংসদের উপরে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। ভেনাস মোড় থেকে শুরু হয় মিছিল। পুলিশ পৌঁছলে বিজেপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পালটা অবরোধ করে বিজেপি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন বিজেপি সমর্থককে আটক করে পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়িতে হামলা, কালো পতাকা দেখিয়ে চলল গো-ব্যাক স্লোগান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement