বিজেপি কার্যালয় ভাঙচুর, বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ

Last Updated:

সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে৷ সংঘর্ষে আহত হয়েছেন এক বিজেপি কর্মী৷ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানায় একটি বাইক মিছিল করে তৃণমূল।

#কোচবিহার: বিজেপি কার্যালয়ে ভাঙচুর ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ৷ বুধবার বিজেপি-র কার্যালয় ভাঙা নিয়ে রণক্ষেত্র৷ কার্যালয় তৃণমূল ভেঙেছে বলে অভিযোগ করেছে বিজেপি৷ চিলখানায় তুমুল সংঘর্ষ বাধে বিজেপি ও তৃণমূলের৷
সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে৷ সংঘর্ষে আহত হয়েছেন এক বিজেপি কর্মী৷ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানায় একটি বাইক মিছিল করে তৃণমূল। বিজেপি-র অভিযোগ, ওই মিছিলকারীরা বিজেপি অফিসে ভাঙচুর চালায়। স্থানীয় বেশ কয়েকটি দোকানপাটে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ৷
চিলাখানা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এরপরই অসমগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীসমর্থকরা। অবরোধের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক৷ এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা এলাকায় পুলিশি টহলদারি চলছে৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজেপি কার্যালয় ভাঙচুর, বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement